সহিহ আকিদা

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫০:৫২ দুপুর

সহীহ আকীদার ক্ষেত্রে যে সব বিষয়ে মানুষের ভুল ধারণা, সেগুলো কুরআন ও হাদিস দ্বারা পেশ করা হলঃ

1. অনেকে আকীদা পোষণ করে যে আল্লাহ সুবহানুতায়ালা সব জায়গায় বিরাজমান, আসলে কোথায়?

মূলক-16, 17, হাদীদ-8, সূরা ফাত্বির ১০, সূরা মাআরিজ ৩-৪, সূরা আ’লা ১, সূরা ত্বা-হা ৫, সূরা আল আরাফ ৫৪, সূরা ইউনুস ৩, সূরা আর-রাদ ২, সূরা আল ফুরকান ৫৯, সূরা আস সাজদা ৪। [মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল মাসাজিদ] [-মুসলিম, অধ্যায়ঃ কিতাবুন নিকাহ]

2. আল্লাহকে কেহ দুনিয়াতে দেখতে পাবে না।

সূরা শুরা-51 আন-আম-103।

3. আল্লাহ নিরাকার নয়,আল্লাহর আকার আছে।

ইমাম আবূ হানিফার, ফিকহুল আকবার পৃঃ ৫৪৮-৫৯,ইবনু আবিল ইজ্জ্ব, মুআসসাতুর রিসালাহ-বাইরুত/২৬৪ পৃঃ

ক. আল্লাহ হাত-সূরা ছোয়াদ-75, মায়েদা-64, যুমার-67, মূলক-01, হাদীদ-29।

খ. আল্লাহর চোখ-সূরা হুদ-37, ত্বহা-39, তুর-48, আন-আম-103, শুরা-11।

গ. আল্লাহর চেহারা- আর রহমান 27, বাকারা-115, কাসাস-88।

ঘ. আল্লাহর পা-সূরা কালাম-42 (বুখারী শরীফ)

4. আল্লাহর মত/সমতুল্য কেহ নাই।

সূরা শুরা-11, ইখলাস-4।

5. আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে না।

সূরা নামল-65, আন-আম-59, আরাফ-187, 188, সাবা-14, আহযাব-63, ইউনুস-20।

6. আল্লাহকে ডাকতে অন্য কোন মাধ্যম লাগে না।

সূরা ফাতেহা-4, ইউনুস-106, বাকারা-186, আরাফ-180, আনকাবুত-17, মুমিন-60, সাফফাত-75।

7. সকল বিষয়ে ক্ষমতা একমাত্র আল্লাহর।

সূরা বাকারা-109, হুদ-123, ইমরান-26, 165, মায়দাহ-17, 40।

8. একমাত্র ভরসার মালিক আল্লাহ।

সূরা ইব্রাহীম-11, আল-ইমরান-160, তালাক-3, মায়দাহ-

9. আল্লাহই গরীবে নেওয়াজ বা গরীবের সাহায্যকারী, গাউসুল আজম বা বিপদে বড় উদ্ধার কর্তা।

সূরা মুহাম্মদ-38, আম্বিয়া-88, ফাতিহা-4, ইব্রাহীম-6, দোহা-8, বনী ইসরাইল-67।

10. সিজদার একমাত্র মালিক আল্লাহ।

সূরা হামিম-37, ফাতেহা-4।

11. পীর বা সূফী অর্থ আল্লাহর কাছে পৌছানোর মাধ্যম, কাশফ অর্থ গায়েব জানা, ফানাফিল্লা অর্থ আল্লাহর সাথে মিশে যাওয়া ইত্যাদী আকীদা কুরআন ও হাদীসের বিপরীত।

সূরা যুমার-3, ইউনুস-40, 106, আনকাবুত-41, নামল-65, শুরা-11, নাজম-23, কাফ-5, আশ-শুরা-213, আহকাফ-5-6।

12. তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, শিরক্ ছাড়া। (মাধ্যম ছাড়াই)

সূরা যুমার-53, নিসা-110, বাকারা-160, তাওবা-99, ফুরকান-70-71।

13. সুপারিশের মালিক একমাত্র আল্লাহ (পীর, বূযূগ নহে)

সূরা বাকারা-255, মরিয়ম-93-95, আস-সেজদাহ-4, নাবা-38, ইউনুস-03।

14. পীর, অলী, আউলিয়া বা আলেমকে চুড়ান্ত দলীল মানা রব মানার সমান।

সূরা তওবা-31, আরাফ-3।

15. বিচার ফায়সালা বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ এবং রাসূল (সঃ) চুড়ান্ত।

সূরা মায়েদা-44, 45, 47, নিসা-59, হাশর-7, নূর-51, 54।

16. ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহন করা হবে না।

সূরা আল-ইমরান-19, 85।

17. নবী মোহাম্মাদ (সঃ) নূরের নয়, মাটির তৈরী। (সহীহুল বুখারী-6967)

সূরা হামিম-6, কাহাফ-110, ইমরান-164, তাওবা-128, মারেফুল কোরআন-পৃঃ-80, বনী ইসরাইল-93, 95। (মুসলিম, যুহদ ও রাক্বায়িক্ব অধ্যায়,হা/৫৩৪)

18. নবী মোহাম্মাদ (সঃ) গায়েব জানে না এবং ফেরেশতারা নহেন, আল্লাহ যা জানান তা জানেন।

সূরা আন-আম-50, 59, আরাফ-55, 187, 188, মুলক-26, সাবা-14, তাওবা-78, 94, 105, আহযাব-63। সূরা লুক্বমান-৩৪, ইউনুছ, ১০: ২০, হুদ, ১১: ৪৯, নামল, ২৭: ৬৫, নাহল ১৬: ৭৭

(ফতহুল বারী, সপ্তম খন্ড, পৃ.৪৯৭, ইবনে হিশাম, ২য় খন্ড, পৃ. ৩৩৭)

19. নবী মোহাম্মাদ (সঃ)ইন্তেকাল করেছেন (নবী হায়াতুর নবী বা হাজির-নাযির নহেন)

সূরা যুমার-30, আল-ইমরান-144, আম্বিয়া-34, 35, ইমরান-44, ‍ইউসুফ-102।

20. নবী মোহাম্মাদ (সঃ) কে অনুসরণ করা ফরয।

সূরা আল-ইমরান-32, 132, সূরা তওবা-29, সূরা মুহাম্মদ-33, সূরা আনফাল-1, সূরা হাশর-7, সূরা নিসা-14, 80, সূরা আহযাব-36,71, সূরা জীন-23,

21. নবী মোহাম্মাদ (সঃ)এর সম্মানে দাড়ানো নিষেধ।

সুনানে তিরমিযী-2745, 2755, আবু দাউদ-5231, বায়হাকী-245, আহমাদ, মিশকাত।

22. দুরুদের নামে মিলাদ পড়ে নবী মোহাম্মাদ (সঃ) কে নিয়ে বাড়াবাড়ী করা নিষেধ।

সূরা নিসা-171, সহীহ্ বুখারী, আবূ দাউদ।

23. সাহাবীদের সমালোচনা করা নিষেধ।

সূরা বাইয়্যেনাহ-8, সহীহ্ বুখারী, মুসলিম, তিরমিযী।

24. শবে মেরাজ স্ব-শরীরে হয়েছিল।

সূরা বনী ইসরাইল-1, সহীহ্ বুখারী।

25. ইসলাম পরিপূণ, এতে নতুন কিছু সংযোজন করার নাই।

সূরা মায়েদা-3।

26. কোন ফেরকার পরিচয় নয়, আমার পরিচয় আমি মুসলিম।

সূরা হামিম সাজদাহ-33, আল-ইমরান-102,103, হজ্জ-78, বাকারা-132

(ফেসবুক হতে)

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342833
২১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৪
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেবের আকিদা তুলে ধরার জন্য আপনাকে শুকরান।

আমার পীরসাহেব সকল মানুষের থেকে উত্তম।
২২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৫
284240
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার পীর সাহেবকে ব্লগে আসতে বলেন।
২২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
284248
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ। আমার পীরসাপের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ।
342846
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
শেখের পোলা লিখেছেন : অনেক দিন পরে কিছু খাঁটি বক্তব্য নিয়ে আসার জন্য ধন্যবাদ৷
২২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৫
284249
নেহায়েৎ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ আমার পীরসাপের পক্ষ থেকে।
342881
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৫
284250
নেহায়েৎ লিখেছেন : পড়া এবং মন্তব্য করার জন্য আমার পীরসাপে পক্ষ থেকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File