সর্বত্র হাতের নাগালে আসছে ইন্টারনেট সুবিধা
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৬:৪২ দুপুর
গ্রাম থেকে রাজধানী, রাজধানী থেকে সারা বিশ্ব, কোথাও বাদ থাকবে না ইন্টারনেট সুবিধা। সর্বত্র হাতের নাগালে অতিশীগ্রই আসছে এই সুবিধা। দেশের অভ্যন্তরের এই নেটওয়ার্ক গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারী (এনটিটিএন) প্রতিষ্ঠানগুলোও একযোগে কাজ করছে। দেশজুড়ে অপটিক্যাল ফাইবার বসানোর প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দু’টি অপারেটরকে লাইসেন্স দেয়া হয়েছে কানেক্টিভিটি তৈরির জন্য। অপারেটর দুটো হচ্ছে ফাইবার এট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন্স লিমিটেড। ফাইবার এট হোম ১৭ হাজার কিলোমিটার ও সামিট কমিউনিকেশন্স ১৭ হাজার ৮৭৭ কিলোমিটার সংযোগ দিবে। মোট ৪৭ হাজার ৮৬৭ কি.মি. কেবল স্থাপন শেষ হয়েছে। পর্যায়ক্রমে গোটা দেশকে ফাইবার অপটিক্যাল কেবলের আওতায় নিয়ে আসার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তথ্য প্রযুক্তিকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়ার জন্য ইতোমধ্যে সারাদেশে ১৭ হাজার কিলোমিটারেরও বেশি অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রায় ২ হাজার কি. মি. ম্যাশ ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করেছে। এ ছাড়া মতিঝিল, মহাখালী ডিওএইচএস ও নিকেতনের প্রতিটি ভবনে অপটিক্যাল ফাইবার দিয়ে ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। নেটওয়ার্কে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে দেশের তথ্য প্রযুক্তিতে অনেক পরিবর্তন এসেছে। তথ্য প্রযুক্তিকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর মাধ্যমে, ই-ব্যাংকিং, ই-এডুকেশন ও ই- গবর্নমেন্ট , ই-এগ্রিকালচার প্রভৃতি সেবা তৈরিতে মুখ্য ভূমিকা পালন করছে। বর্তমানে ৬১ জেলার ২৭৮ উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে ইউনিয়ন পর্যায়েও নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ শুরু হবে।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন