কত দূরে যাবে বলো?

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১১ অক্টোবর, ২০১৫, ০৩:২৯:৩৭ দুপুর

একটি গণমুখী সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাদের সকল কর্মকান্ড শুধুমাত্র দেশের গণমানুষের টেকসই উন্নয়ণের লক্ষ্যেই পরিচালিত হয়। অধুনা বিশ্বে উন্নত দেশের কাতারে শামিল দেশগুলোর অতীত ইতিহাস পর্যালোচনা করলে এই সত্যই সামনে আসে। দীর্ঘ টানাপড়েন কাটায়ে বাঙালি জাতি আজ বিধাতার কৃপাদৃষ্টি ধন্য, দেশে আজ ক্ষমতায় আসীন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি গণমুখী সরকার। এ সরকারের সুযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ণ অগ্রযাত্রা তাই অব্যাহত গতিতে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ট্রান্স-এশিয়ান রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ-মিয়ানমার হয়ে সুদূর চীন পর্যন্ত ব্রডগেজসহ ডুয়েল লাইন রেলপথ প্রতিষ্ঠার নতুন চ্যালেঞ্জ বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। এ উদ্যোগের আওতায় বাংলাদেশ অংশে চট্টগ্রাম থেকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পর্যন্ত রেললাইন প্রতিষ্ঠা করা হবে, ওপারেই মিয়ানমারের ঢেকিবুনিয়া। মিয়ানমারের ঢেকিবুনিয়া থেকে সুদূর চীন পর্যন্ত ট্রান্স-এশিয়ান রেললাইন প্রতিষ্ঠার মহাপরিকল্পনা রয়েছে। মিয়ানমার হয়ে এ রেল যোগাযোগ চীন পর্যন্ত প্রতিষ্ঠা হলে রেলপথে এ তিন দেশসহ আগ্রহী বিভিন্ন দেশের পর্যটকসহ ব্যবসায়ীদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। বর্তমান প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় দুই দশক আগের প্রস্তাবিত চট্টগ্রাম-দোহাজারি-কক্সবাজার-ঘুমধুম পর্যন্ত রেলপথ প্রতিষ্ঠার প্রকল্পটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। অতীতের সরকারগুলোর অদূরদর্শিতার কারণে এ প্রকল্পটি ইতোপূর্বে বারবার হোঁচট খেয়ে থমকে গেছে। বর্তমানে গৃহীত পদক্ষেপে আশা করা যায় সবিকছু ঠিকঠাক মতো এগিয়ে গেলে ২০২০ সালের মধ্যে প্রকল্পের পুরো কাজ সম্পন্ন হবে। তবে এক্ষেত্রে আবশ্যক দেশের সার্বিক স্থিতিশীলতা আর গণমুখী সরকারের স্থায়ীত্ব – যার নিয়ামক জন সমর্থন। সকলের প্রত্যাশা এ দেশের সচেতন জনতা অতীতের ভুলের কোন পুনরাবৃত্তি ঘটাবে না, তাদের অব্যাহত সহযোগিতায় বর্তমান সরকারের স্থায়ীত্ব আরও বাড়বে। ফলশ্রুতিতে সরকারের যুগপযোগী সিদ্ধান্ত আর সুদূরপ্রসারী উদ্যোগে দেশের অগ্রযাত্রা থাকবে অব্যাহত, বিষ্মিত পৃথিবীর অবাক উপলদ্ধি হবে – অদম্য বাঙালির সাফল্যের রথ আর কতদূর যাবে।

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File