আন্তরিকতার জন্যই কোরবানির বর্জ্য অপসারন ব্যবস্থাপনায় সাফল্য সরকারের

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৬:০৬ বিকাল

আন্তরিকতা থাকলে কঠিন কাজও যে সহজে সম্পাদন করা যায়, এবারের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন এইক্ষেত্রে কৃতিত্ব দাবি করতে পারে নিঃসন্দেহে। বর্জ্য অপসারণে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই কাজটি সম্পন্ন করা সম্ভবপর হয়েছে। কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ঈদের ছুটি ভোগ করেন নি। তারা দিনরাত পরিশ্রম করে কোরবানির বর্জ্য অপসারণ করেছেন। অন্যদিকে নাগরিকসাধারণ, যারা কোরবানি দিয়েছেন তারাও সচেতন ছিলেন। বাস্তবিকপক্ষেই সিটি কর্পোরেশন নির্দেশিত নির্ধারিত স্থানসমূহে পশু জবাই করা বেশিরভাগ নাগরিকের পক্ষে সম্ভবপর না হলেও, বর্জ্য অপসারণের ব্যাপারে প্রত্যেকেই সচেতনতার পরিচয় দিয়েছেন এবং সহযোগিতা করেছেন। পাড়ার অলিতে-গলিতে, ধারেকাছের বড় রাস্তার পাশে, এপার্টমেন্ট বাড়ির গ্যারেজে যারা কোরবানি দিয়েছেন, তারা নিজের দায়িত্বেই পশুর রক্ত ও ছড়াইয়া-ছিটাইয়া থাকা বর্জ্য ধুয়ে পরিষ্কার করেছেন। সিটি কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত ব্যাগে বর্জ্য ভরে রেখেছেন। পরে কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এসে সেই ব্যাগ নিয়ে গেছে। কোরবানিস্থলে যথারীতি ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। উত্তরের ন্যায় দক্ষিণ সিটিতেও সুন্দরভাবে এবং সময়মত বর্জ্য অপসারণ করা সম্ভবপর হয়েছে। কোরবানির বর্জ্য নিয়া বলতে গেলে প্রতি বছরই কমবেশি বিড়ম্বনাকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। রাজধানী ঢাকায় ঈদ অবকাশের পরেও কয়েকদিন পর্যন্ত যত্রতত্র জবাইকৃত গবাদিপশুর বর্জ্য স্তূপাকারে পড়ে থাকতে দেখা যায়। পরিচ্ছন্নতাকর্মীদের দেখা পাওয়া যায় না। সিটি কর্পোরেশন এই জন্যে প্রধানত নাগরিকগণের অসচেতনতাকে দায়ী করে থাকে। নাগরিক অসচেতনতার অভিযোগটি অমূলকও নয়। নগরবাসীর অনেকেই আছেন যারা প্রত্যাশিত মাত্রায় পরিচ্ছন্নতাবোধের পরিচয় দিতে পারেন না। তারা মনে করেন, দায়িত্ব শুধু একা সিটি কর্পোরেশনের। নাগরিক হিসাবে তাদের কোনো দায়-দায়িত্ব নেই। ফলে, বাতাসে ভেসে বেড়ায় অসহ্য দুর্গন্ধ। নাকে রুমাল না চেপে পথচলা কঠিন হয়ে পড়ে। এইবারও কোরবানির বর্জ্যের কী হবে তাহ নিয়ে নগরবাসীর দুশ্চিন্তা ছিল। কিন্তু দেখা গেলো, কর্পোরেশন কাজটি ঠিকমতোই করতে পেরেছে। মানুষ সচেতনতার পরিচয় দিয়েছেন। অনস্বীকার্য যে, মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আমরা তাদের সাধুবাদ জানানোর পাশাপাশি আশা করি যে, ভবিষ্যতেও কাজের এই ধারাটি অব্যাহত থাকবে। আন্তরিকতা থাকলে যে কোন কঠিন কাজও সহজে সম্পাদন করা যায়, এটাই তার প্রমান।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File