আহারে বড়ো গোলাম! তোমার সবশেষ স্মৃতি।

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ২৪ অক্টোবর, ২০১৪, ০৯:৫১:৪২ সকাল

আমি দোকান দার মানুষ। সারাদিন যায় দোকানদারি করে। আজও এর ব্যতিক্রম ছিলনা।

বেলা তখন প্রায় তিনটা। দুপুরের খাবার খেতে বাসায় যাবো। এমন সময় দোকানে এলেন আমাদের মাওলানা নিসার ভাই। সালাম বিনিময়ের পরই বললেন, খবর নিশ্চয়ই পেয়েছেন? বললাম কিসের খবর? বললেন আজম সাহেব নাই। একটু আগেই খবরটা পেলাম।

অন্যন্য দিন একটু সুযোগ পেলেই বিডিটূডে বা ফেসবুকে ঢু মারি কিন্তু আজ সেই সুযোগও পাইনি তাই খবরটা জানা হয়নি। ইন্না লিল্লাহ পড়ে ভারাক্রান্ত মনটা নিয়ে বাসায় এসেই স্ত্রীকে খবরটা জানালাম। তিনি বললেন, আমিও দেখেছি টিভিতে।

জনাব আজম সাহেবের একটা স্মৃতি আমার ঘরে আজও রয়ে গেছে। সেই দিনটা ছিল ১১ সেপ্টেম্ভর, ২০০১ (৯-১১)। আমার স্ত্রী সেই স্মৃতির কথা জানিয়ে বললেন, তিনি যে রুমে বিশ্রাম নিয়েছিলেন সেই রুমে তার ঘুমানোর সুবিধার জন্য টানানো একটা ভারি পর্দা আজও আমি রেখে দিয়েছি। এই পরদাখানার দিকে যতবার তাকাই, ততোবারই তাঁর কথা মনে পড়ে। হায় হায়, কি সোনার মানুষকে আজ ....... (একটা খারাপ শব্দ) তাকে জেলে কষ্ট দিয়ে মেরেই ফেললো। ওই......... কি মরবে না? আল্লাহ কি তাকে ছেড়ে দেবেন?

বললাম, আল্লাহ কাউকেই ছেড়ে দেবেন না।

ফামাই ইয়াআমাল মিসক্কালা জাররাতিন খাইরাই ইয়ারা।

অমাই ইয়াআমাল মিসক্কালা জাররাতিন শাররাই ইয়ারা।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277767
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:০১
কাহাফ লিখেছেন :

ভাষা সৈনিক মজলুম জননেতা অধ্যাপক গোলাম আজম- ইসলামী সমাজ বিনির্মাণে প্রেরণার বাতি ঘর হয়ে থাকবেন কোটি কোটি মুসলিম হ্রদয়ে।
আল্লাহর কাছে উনার উচ্চ মাকামের আর্জি জানাচ্ছি।
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৮
221655
আয়নাশাহ লিখেছেন : 'ভাষা সৈনিক মজলুম জননেতা অধ্যাপক গোলাম আজম- ইসলামী সমাজ বিনির্মাণে প্রেরণার বাতি ঘর হয়ে থাকবেন কোটি কোটি মুসলিম হ্রদয়ে।
আল্লাহর কাছে উনার উচ্চ মাকামের আর্জি জানাচ্ছি।'
আপনার সাথে আমীন বললাম।
জাযাকাল্লাহ।
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:১১
221656
নিরবে লিখেছেন : আমীন
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৪
221665
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমীন
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৬
221680
মোঃজুলফিকার আলী লিখেছেন : আমীন।
277799
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৪
277800
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৯
সালাম আজাদী লিখেছেন : বুকটা খালি খালি লাগছে
277804
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৯
বুঝিনা লিখেছেন : আল্লাহ ইনাকে জান্নাত দান করুক এবং শহীদী মর্যাদা দান করুক । আমিন
277819
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩২
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। কাহাফ ভাইয়ের দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
277842
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩১
ইবনে আহমাদ লিখেছেন : এটা আমাদের প্রত্যয় - আল্লাহ সবার প্রাপ্যটা সঠিক ভাবে বুঝিয়ে দিবেন। আপনার সাথে একমত।
278147
২৬ অক্টোবর ২০১৪ রাত ০১:০৮
মনসুর আহামেদ লিখেছেন : খবর শুনে চোখ দিয়ে পানি এসেছিল।
চলে গেলেন,না ফেরার দেশে, ইসলামী আনন্দোলনের পুরোধা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File