রেলমন্ত্রীর বিয়েতে ব্লগারদের অনুভূতি (রম্যপোষ্ট)
লিখেছেন লিখেছেন লোকমান ৩১ অক্টোবর, ২০১৪, ১১:২৬:৩০ রাত
অবশেষে আবুল স্যরি কবুল বললেন আমাদের রেলমন্ত্রী
বিয়ে করেছেন রেলমন্ত্রী কিন্তু আনন্দে গদগদ করছে গোটা দেশবাসী
পিছিয়ে নেই প্রবাসীরাও তয় সব তো আমি তুইলা ধরতে পারমু না শুধু ব্লগারদের অনুবুতি শেয়ার করবো আপনেগো সামনে
রেলমন্ত্রীর গায়ে হলুদের রাতে পার্টি খেয়েছে রিয়াদের ব্লগাররা
ব্লগার তীর্যক১০ তার নিজ বাসায় এই পার্টির আয়োজন করেন।
এতে অংশ গ্রহন করেন ব্লগার মেরাজ চাচা, হবু বর ব্লগার বিপ্লবী, শ্বশুড় ব্লগার সোনালী দিন, তালই ব্লগার নুরুসহ আরো অনেকে
পার্টি অংশ গ্রহনকারী ব্লগারদের অনুভূতি জানতে চাইলে তারা যে অনুভূতি মেলে ধরছেত তা আমি নিচে কইতাছি:
ব্লগার মেরাজ চাচা বলেন আমার কেলাস মেট রেলমন্ত্রীর বিয়া উপলক্ষে রিয়াদে ব্লাগরদের আয়োজিত এই পার্টিতে অংশ গ্রহন করতে পেরে গর্ভ বোধ করতাছি
বর ব্লগার বিপ্লবী বলেন আমার বিয়ার কতা বারতা পুরা পাক্কা এখন শুধু কবুল বলা বাকি। যাক রেলমন্ত্রীর কাছে অনেক কিছু শিখতে পারমু। জানার আছে বহুত কিছু অবিবাহিত মানুষের কাছে এর চাইতে বেশি কিছু কইতে আমার শরম করে
শ্বশুড় ব্লগার সোনালী দিন বলেন বিয়া হেইডা তো বালো কাম। আমি এক বছর আগে বুঝছি। মন্ত্রীর বুঝতে বহুত সময় লাইগা গেলো। তয় মন্ত্রী বয়সে এসে আরেক এক বার বুঝার চেষ্টা করমু
তালই ব্লগার নুরু বলেন রেলমন্ত্রীর বউ আামর গনিষ্ট বান্ধবী। তাই তার বিয়েতে মনে মনে ব্যাথা পাইলেও উপরে উপরে আনন্দ প্রকাশ করতাচি। তয় আমার বান্দবী কইছে তার সাতে যোগাযোগ যেন বন্ধ করে না দেই ভবিষ্যতে.....
টেলিফোনে এই বিয়ের অনুবুতি জানতে কায়েকজন ব্লগারের সাতে কতা কইলে তারা যে অনুবুতি জানায় তা নিচে তুলে দরা হইলো:
প্রবাসী আশরাফ দাম্মাম থেকে টেলিফোনে বলেন: আমি তাদের দাম্পত্য জীবনে অনেক শান্তি প্রত্যাশা করছি। পোলাপানে তাদের গর বর্তি হয়ে যাক সেই দোয়া করি।
মদীনা থেকে ব্লগার ফখরুল বলেন: শেষ বয়সে তাদের এই বিয়া দেইখা অমি খুব অনুপ্রেরনা পাইছি।মন্ত্রী শালি আছেনি জানতে মুঞ্চায় ...
হায়েল থেকে আবু জারীর বলেন: দেশে থাকলে আজ আমি এই কন্ট্রাক্ট টা পাইতাম। আমার সারা জিবনের ঘটকগিরী আজ মাটি হয়ে গেলো। যাক তারা সুখী হোক।
জানা গেছে দেশের চির কুমার ব্লাগরগন ভিশু, নুরনবী, আবুল, ব্লগার আজব মানুষ এর নেতৃত্বে মানব বন্ধন করেছেন। মন্ত্রীর এহেন কর্মকান্ডের বিরুদ্ধে। তারা আফসোস কইরা কন আমরা চিরকুমাররা একজন মন্ত্রী সদস্য হারালাম।
বিষয়: বিবিধ
২৫১১ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি ও নাকি রেল মন্ত্রীর মত লাইন ধরেছেন
নট ধ....
মানে নিজের মেশিনে তৈল লাগাও মিয়া
অনাহুত ভাবেই আমি আমার অনুভূতি প্রকাশ করছি....... "বিয়া যে কত্ত্ব মজা গো!খালী খাওন আর খাওন! পেট খারাপের চিন্তা অন্য কথা!"
কেন? বুঝার জন্যে কী কী যোগ্যতা অর্জন করতে হবে? ডিজিটাল যুগে তা হাসিল করতে বেগ পেতে হবে না মনে হয়!) ) )
তারপরেও বিয়ের খুশি সমানতালে চলতাছে
বিয়েশাদী খুশির ব্যাপার ছেলেমেয়ে নাচতেছে
এই দেখেন্না বিয়ে খেয়ে কেমন করে হাসতেছে।
আনন্দ-ফুর্তি খাওয়া-দাওয়া কত কিছুই না চলে
যাই হোক...নিজের চরকায় তৈল লাগাও লুকমান!
বেলা তো আর কম হইলো না....
দোয়া করো...অচিরেই ঘোষণা আসতে পারে,,,যদি আল্লাহ চাহে তো...
আন্ডার প্রসেস
লোকমান ভাই লাভ নাই রোযা রাখা শুরু করেন।
মন্তব্য করতে লগইন করুন