বাংলা ভাষার ইতিকথা

লিখেছেন লিখেছেন লোকমান ২৯ জানুয়ারি, ২০১৪, ০২:৪২:৩৯ দুপুর



ঐতিহাসিক গোলাম হোমায়েন সলীম তার গ্রন্থে উল্লেখ করেছেন আদম আ. এর দশম পুরুষ হযরত নূহ আ. এর সময় মহা প্লাবনে মুষ্টিমেয় কিছু মুসলিম রক্ষা পায়। তাদের দিয়ে পুনরায় দুনিয়াতে মানুষ্য বসতি শুরু হয়। এই মহা প্লাবনের পর নূহ আ: এর পুত্র হাম তার পিতার অনুমতি নিয়ে পৃথিবীর দক্ষিণে মানুষ্য বসতি স্থাপনের মনস্থ করেন। এ উদ্দেশ্য সফল করার জন্য সে পুত্রদের দিকে দিকে প্রেরণ করতে থাকে। তারা যে যেখানে বসতি স্থাপন করে তার নামানুসারে সে অঞ্চলের নামকরণ করা হয়। উল্লেখ্য যে হাম এর ছিল ছয় ছেলে, প্রথম ছেলের নাম হিন্দ। আর হিন্দ এর ছিল চার ছেলে বড় ছেলের নাম বং। বং ও তার সন্তানগণ এ অঞ্চলে বসতি শুরু করে। ফলে বং এর সাথে আল যুক্ত হয়ে এ অঞ্চলের নাম হয় বঙ্গাল। আল অর্থ বাঁধ। যাতে বন্যার পানি বাগানে বা আবাদি জমিতে প্রবেশ করতে না পারে সেজন্য জমির চার দিকে আল দেয়া হত। প্রাচীন বাংলা প্রধানেরা পাহাড়ের পদ দেশে নিচু জমিতে দশ হাত উঁচু ও কুড়ি হাত চাওরা স্তুপ তৈরী করে তার উপর বাড়ি নির্মাণ ও চাষাবাদ করত। লোকেরা এগুলোকে বঙ্গাল বলত।

আবার কেউ কেউ বলেন গঙ্গঁ শব্দের রুপান্তর হল বং। এটা আর্য ভাষা উচ্চারণ রীতির প্রভাবে গঙ্গঁ হয়েছে বঙ্গঁ। অবশ্য সেনেটিক ভাষায় আল অর্থ আওলাদ, বংশধর। এ অর্থে বঙ্গঁ+আল=বঙ্গাঁল বঙ্গঁর সন্তানগণ। তারা এ অঞ্চলে বসতি স্থাপন করেছেন বলে এর নাম হয়েছে বঙ্গাল বা বাংলা।

ইতিহাস থেকে জানা যায় সর্ব প্রথম ১৮০১ ইং সালে গৌরিয় ব্রাহ্মণরা বাংলার সংস্কার শুরু করেন। প্রথমে শব্দ পরে লিপি তারপর বানান সংস্কার করা হয়। ১৮শতকে পর্তূগিজ ভাষা তাত্ত্বিক "হেলহেড এ গ্রামার অফ দ্যা ব্যাঙ্গলী ল্যাংগুয়েজ" নামক প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয়। তারপর রাজা রাম মোহন রায় গৌরিয় ব্যাকরণ প্রকাশ করেন। পরবর্তীতে আস্তে আস্তে আরো বাংলা ব্যাকরণ প্রকাশিত হতে থাকে।

পাল আমলে বাংলা নিষিদ্ধ করা হয় আর একে বিদ্রুপ করে পাখির ভাষা বলা হয়। আরো বলা হয় এই ভাষায় সাহিত্য চর্চা করলে নরকে যেতে হবে। এতকিছুর পর ও তৎকালীন হিন্দু, মুসলিম বাংলা সাহিত্যিকরা সাহিত্য চর্চা ও কাব্য রচনা চালিয়ে যান।

১৯২০ইং সালে ব্রিটিশ শাসন আমলে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবী উঠে। সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্র ভাষা ও উচ্চ শিক্ষার মাধ্যম করার দাবি জানান স্যার নওয়াব আলী চৌধুরী। তারপর রবি ঠাকুরের শান্তি নিকেতন আলোচনা সভায় এই দাবি তুলেন ড. মহাম্মদ শহিদুল্লাহ। এই দাবি জোরদার হয়ে উঠে ১৯৪৭ইং সালে। ১৯৪৭ইং সালে পাকিস্তান ট্রাষ্ট সিভিল সার্ভিস এর সেক্রেটারী গুডোএল বিষয় ভিত্তিক বিভাগ নির্ধারণ করার যে গেজেট প্রকাশ করেন তাতে উর্দূ, হিন্দি, তূর্কী, ল্যাটিন, সাংস্কৃতি ভাষা থাকলে ও বাদ পরে যায় বাংলা। এ গেজেট প্রকাশের পর সে সময়ের পত্রিকা ইত্তেহাদে এ বিষয়ে প্রতিবাদমূলক একটি কলাম লেখেন প্রিন্সিপাল আবুল কাশেম। লেখাটি ঢাকায় পৌঁছলে বাংলা ভাষাভাষীদের মাঝে দারুণ সাড়া জাগায়। বাংলার সূর্য তরুণরা ক্ষোভে ফেটে পড়ে। শুরু হয় বাংলাকে রাষ্ট্র ভাষা করার জোরদার আন্দোলন। আন্দোলন চলতেই থাকে এই আন্দোলন ১৯৫২ সালে বাঁধ ভাঙাঁ জোয়ারে রূপ নেয়। শুরু হয় রক্তঝরা আন্দোলন রাজপথ কাঁপিয়ে তোলে বাংলার ছত্র জনতা। তাঁজা রক্ত ঝরিয়ে রাজপথে শাহাদাতের অমীয় সুধা পান করেন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকতসহ আরো অনেকে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলা পায় রাষ্ট্র ভাষার মর্যাদা। পৃথিবীর বুকে একমাত্র বাংলাই সেই গৌরবময় ভাষা যার মর্যাদা প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাতে হয়েছে। তাই তো বাংলা আমাদের অহংকার আমাদের গৌরব। এই ত্যাগের পিছনে যাদের কথা স্মরণ না করলেই নয় তারা হলেন অধ্যাপক আবুল কাশেম, আব্দুল মতিন, গাজিউল হক, অধ্যাপক আব্দুল গফুর, বিচারপতি আব্দুর রহমান চৌধুরী ও অধ্যাপক গোলাম আযম।

এরপর থেকে বাংলা ভাষার বিজয় ধ্বনি বাজতেই থাকে। উল্লেখ্য যে ১৯৯৯ইং সালে ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে ‍"আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" ঘোষণা করা হয়। বাংলার সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে আজ মাথা তুলে দাঁড়িয়েছে বাংলা ভাষা। বর্তমানে পৃথিবীর প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলে। জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ চলে এখন। বিভিন্ন দেশে এখন বাংলা ভাষায় পত্রিকা পুস্তক রচিত হয়। সৌদি আরবে বাংলাভাষা ৪র্থ স্থান দখল করে স্বগৌরবে দাঁড়িয়ে আছে। এসবই আমাদের বাংলার বিজয়। বাংলার এই বিজয় ধারা চিরকাল থাকবে বহমান।

বিষয়: বিবিধ

২২৫৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169574
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৬
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৯
123257
লোকমান লিখেছেন : ধন্যবাদ।
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
123285
আওণ রাহ'বার লিখেছেন : ঐকমত্য Happy
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
123474
লোকমান লিখেছেন : Good Luck Good Luck
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
123495
প্রিন্সিপাল লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
169590
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগল অনেক ধন্যবাদ
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
123287
লোকমান লিখেছেন : কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
169591
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২০
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
123290
লোকমান লিখেছেন : অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ।
169594
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
আওণ রাহ'বার লিখেছেন : ফেব্রুয়ারি মাস ভাষার মাস আসার আগেই ভাষা নিয়ে পোষ্টটির স্টিকি চাই।
Thumbs Up Thumbs Up
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
123476
লোকমান লিখেছেন : আগত ভাষার মাস উপলক্ষেই এই পোস্ট। ধন্যবাদ আপনাকে।
169634
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Thumbs Up Big Hug Big Hug Big Hug
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
123479
লোকমান লিখেছেন : তাহলে আপনারও ভালো লাগাতে পেরেছি? আমার আর কিছু চাওয়ার নাই।
169637
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১১
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্ট। ধন্যবাদ Rose Rose Rose
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০০
123481
লোকমান লিখেছেন : আপনার সব পোস্টগুলো তে মন্তব্য করা না হলেও আমি পড়ি। আপনার পোস্টগুলো আরো অনেক সুন্দর।
169650
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
হতভাগা লিখেছেন : যদাপিও ইহা একটি কপি-পেস্ট পরিবেশনা

তথাপিও ভাল লাগিল ।

''পাল আমলে বাংলা নিষিদ্ধ করা হয় আর একে বিদ্রুপ করে পাখির ভাষা বলা হয়। ''

০ পাল আমলের বিস্তৃতি কাল জানালে ভাল হত ।
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
123491
লোকমান লিখেছেন : কপি পেষ্ট বললে চরম ভুল হবে। এই লেখাটি আমি খুব কষ্টে তৈরী করেছি। বেশ কয়েকটি বই ও ভাষার মাসভিত্তিক কয়েকটি রেডিও অনুষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে পোস্টটি তৈরী করতে।(এর মধ্যে বিবিসি বাংলা অন্যতম)
যদি আপনি ইতিপূর্বে কোথাও এই লেখাটি দেখে থাকেন তাহলে জেনে নিন সেখানেও এই লেখাটির লেখক তিনিই, এই পোস্টে যিনি। ধন্যবাদ।
169681
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : পড়ে অনেক কিছু জানতে পারলাম।
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
123493
লোকমান লিখেছেন : শুনে খুশি হলাম।
169710
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
সজল আহমেদ লিখেছেন : অনেক চমৎকার
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
123494
লোকমান লিখেছেন : অনেক ধন্যবাদ সজল ভাই।
১০
169742
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ।
একটু ভুল আছে। বাংলা ভাষা পাল রাজত্বে নয় বরং সেন রাজত্বের সময় নিষিদ্ধ হয়েছিল।
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৯
123499
লোকমান লিখেছেন : বিবিসি বাংলার ভাষার মাস ভিত্তিক একটি রেডিও অনুষ্ঠানে পাল রাজত্বের কথাই বলা হয়েছিল। আপনারটাও সঠিক হতে পারে তবে তথ্য দিলে মনে হয় বেশি ভালো হতো।
১১
169806
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
লেলিন লিখেছেন : অনেক সুন্দর একটি পোস্ট। ভাল লাগলো
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩২
123521
লোকমান লিখেছেন : ধন্যবাদ জনাব।
১২
169939
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১২:০২
মোহাম্মদ লোকমান লিখেছেন : সময়োপযোগী লেখাটির জন্য অনেক ধন্যবাদ ভাই।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:২৪
123802
লোকমান লিখেছেন : সাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
১৩
170063
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৮
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:২৩
123801
লোকমান লিখেছেন : খুব অনুপ্রেরনা পেলাম।
১৪
170390
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
লোকমান লিখেছেন : Click this link
১৫
170391
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২২
লোকমান লিখেছেন : আকবার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File