অশ্লীলতা দিয়ে আসমানী সত্যের মর্যাদা বাড়ানো যায় না

লিখেছেন লিখেছেন আপোষহীন কলম ০৮ জানুয়ারি, ২০১৭, ১২:৩০:২২ দুপুর

ইসলামী ব্যাংকের "পরিচালনা পর্ষদ" সরকার নিজেদের লোক দিয়ে গঠন করেছে।নতুন চেয়ারম্যান আরাস্তু খান যে একজন আলেম দ্বীন হবেন না এটা একটা বাচ্চা ছেলে ও জানে। তিনি কত বড় secular ও ধর্ম বিমুখ তা বুঝানোর জন্য তার ফেসবুক আইডি থেকে কিছু দৃষ্টিকটু ও অশ্লীল ছবি ধার করে নিয়ে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে।ফলে অনলাইনে আমাদের মত দুই একজন দুর্বল ঈমানের লোক যারা তাদের দুই চোখকে বাচিয়ে রাখতে চাই তাদের পক্ষে অনলাইনে চোখ রাখাই কষ্ট হয়ে যাচ্ছে।এ অশ্লীল ছবি গুলো যারা ভাইরাল করছেন তারা কেউ শাহবাগী বা নাস্তুিক নন।তারা সবাই ইসলামপন্হী হিসেবে পরিচিত।আপনারা আরাস্তুু খানের দিনকে আধার করে দিন কোন সমস্যা নাই।তার গঠন মূলক সমালোচনা অবশ্য ই করতে পারেন। একটি সুদী ব্যাংকের একজন চেয়ারম্যান একটি ইসলামী ব্যাংকের যে চাপরাশি ও হতে পারে না(চেয়ারম্যান হওয়া অনেক দূরের বিষয়) সেটা আপনারা লিখনী দিয়ে প্রমাণ করতে পারেন।কিন্তু তার অযোগ্যতা প্রমাণ করার জন্য অশ্লীল ছবিগুলো এ ভাবে ভাইরাল করা কি ইসলাম সম্মত হতে পারে? এতে করে কি অশ্লীলতার প্রচার করা হচ্ছে না? কোরআনে স্পষ্ট বলা অাছে"এক মাত্র শয়তান ই মানুষের মাঝে অশ্লীলতার প্রচার করতে চায়।" সুতরাং আরাস্তুু খানের আলোকিত দুনিয়া অশ্লীল ছবি দিয়ে ভাইরাল করে আধার করতে গিয়ে আমরা কি শয়তানের কাতারে শামিল হচ্ছি না?



বিষয়: বিবিধ

৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File