প্রকাশিত পোস্ট যায় কোথায়!

লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ২৮ জুন, ২০১৬, ০৫:৫২:৫২ বিকাল

আমি একজন নতুন ব্লগার। অত্র ব্লগে আমার ব্লগ পরিসংখ্যানে দেখানো হয়: "পোস্ট লিখেছেন - ২ টি"। যেকোন পোস্ট করার সময়ও দেখানো হয় যে, পোস্ট হয়েছে। কিন্তু সেগুলো কোথাও দেখা যাচ্ছে না কেন? এমনকি দ্বিতীয়বার পোস্ট করতে গেলেও মেসেজ আসে, "আপনি একটু আগে পোস্ট করেছেন, তাই দুই ঘন্টা অতিবাহিত না হলে আর পোস্ট করতে পারবেন না।" এটা কি রাজার সেই নতুন পোশাকের মতই!

নতুন ব্লগার হিসেবে ব্লগের প্রথম পেজে পোস্ট করার এখতিয়ার আমার নেই, তা আমি জানি। কিন্তু তাই বলে ব্লগের কোথাও এমনকি খোদ আমার ইউজার অ্যাকাউন্টেও কোন পোস্ট show করবে না, তা কি করে হয়?

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373417
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : প্রথম পেজে না থাকলেও এইতো আাপনার লেখা রয়েছে। আগের দুটাও দেখে এলাম। সময় মত হয়ত প্রথম পেজে পাবেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File