প্রথম পাতায় স্থান লাভের উপায়

লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ০৯ মে, ২০১৭, ১১:৩৯:০৮ রাত

টুডে ব্লগে যে সমস্ত নবাগত ব্লগার প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ পেতে চান, তাদের ব্যাপারে আমার পরামর্শ হলো, এটি লাভ করার একমাত্র উপায় সম্ভবত পোস্টের সংখ্যা ও কলেবর কম রাখা। অর্থাৎ, আপনার পোস্টের সংখ্যা বেশি হতে পারবে না, একটি বা দু'টি ব্লগ পোস্ট করুন। আর লেখাটি (গল্প, প্রবন্ধ, খবর বা কবিতা যাই হোক) যথাসম্ভব ছোট আকৃতিতে রাখুন, যেন এক টানেই পড়ে ফেলা যায়। কারণ, আমার কাছে মনে হয়েছে, ব্লগার ও ব্লগের আধিক্যের কারণে সম্মানিত সম্পাদক ও মডারেটরগণ সবগুলো লেখা পড়ে দেখে মডারেশন করবার সময় পান না। তাই যে সকল ব্লগারদের লেখার সংখ্যা ও আকৃতি ছোট হওয়ায় অল্প সময়েই তাদের লেখা পড়ে লেখার মান ও লেখকদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা পাওয়া যায়, সে সকল ব্লগারদেরকেই দ্রুত প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ দেয়া হয়। আমার পর্যবেক্ষণ মতে, বিগত এক বছরের মধ্যে ১০টির অধিক লেখা প্রকাশকারী কোন নতুন ব্লগার ব্লগের প্রথম পাতায় স্থান করে নিতে সক্ষম হননি। অপরদিকে মাত্র একটি বা দুটি (সর্বোচ্চ তিনটি) লেখা প্রকাশকারী ব্লগারগণ দু'তিন মাসেই (ভাগ্য ভাল হলে কেউ কেউ এক মাসেই) ব্লগের প্রথম পেজের ভিসা লাভ করেছেন। অতএব, নবীন ব্লগারদের প্রতি আমার পরামর্শ হলো, প্রথমে একটি বা দুটি ক্ষুদ্র আকৃতির মানসম্মত লেখা দিয়ে স্থায়ী সদস্যপদটা আগে বাগিয়ে নিন, তারপরে যত খুশি লিখুন। আগে তো ভর্তি পরীক্ষায় পাশ করুন, তারপর বিদ্যালয়ে ভর্তি হতে পারলে আর আপনার বিদ্যা জাহির করা ঠেকায় কে! অন্যথায় ডজন ডজন লেখা নিয়ে আমার মতই পড়ে থাকতে হবে, নিজের লেখা নিজেকেই পড়তে হবে।

বিষয়: Contest_priyo

৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File