ড. কামালের উপর হামলা;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৩:২৫ বিকাল





ড. কামালের উপর হামলা প্রমান করল এ জাতির জাতীয় নেতৃত্বের প্রতি সামান্য সহনশীলতা এবং শ্রদ্ধাবোধ নাই;

ক্ষমতার লোভ যে দেশের জাতীয় নেতৃত্বের পারস্পারিক সহনশীলতা শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে সে জাতির অবশিষ্ট আর কি থাকে! বহুদলের গনতান্ত্রিক রাজনীতিতে মত পার্থক্য থাকাই স্বাবাবিক। কিন্তু যে খানে একদল অন্য দলকে সহ্য করাই সম্ভব নয় সেখানে গনতন্ত্র বলে চিৎকার করলেই গনতন্ত্র হয় না। অগনতয়ান্ত্রিক নেতৃত্বে পরিচালিত তাদের কর্মী বাহিনীও চরম অগনতান্ত্রিক হয়, এর নমুনা আজ দেখছি।এই ভাবে সবার অংশ গ্রহনে নির্বাচন দিয়ে কি লাভ? একে অন্যের উপর যদি শক্তি খাটানো হয় আক্রমন করা হয়। এর চেয়ে ভাল নিজ ক্ষমতা বলে নিজেকে সরকার ঘোষনা করে দেওয়া, গনতন্ত্রের নামে নাটক করে লাভ কি সাধারন জনগনকে ভুগান্তিতে ফেলে?

বিষয়: বিবিধ

৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File