পরাজয়কে এতভয় কেন?

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৫ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৪:৪১ সকাল

যারা সত্যের পুজারী যারা সঠিক সৎ পথের যাত্রী তারা জয় এবং পরাজয় কোনটাকেই ভয় পায়না, উভয়টাতেই কল্যাণ নিহিত আছে।

পরাজয় হলে মানুষ পিঠিয়ে দেশ ছাড়া করবে, তাই যেকোন মূল্যেই জয়কে চিনিয়ে নিতে হবে। প্র‍য়োজনে বাবাকে বাঁচাতে চাচার ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে এমন ভাব কেন??

ভাল কাজ করলে বা করে থাকলে মানুষ মাথায় রাখবে।

মানুষ কে ভয় না করে আল্লাহকে ভয় করে অন্যায় অবিচার অত্যাচার করা থেকে বিরত তাকলে মানুষ কে ভয় করতে হয় না।

মানুষ ভাল এবং সত্যকে বুকে আঁকড়ে ধরে রাখতে নিজের রক্ত দিয়ে দেয়, কারও রক্ত কেড়ে নিতে হয় না।

বিষয়: বিবিধ

৫৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386223
০৭ ডিসেম্বর ২০১৮ রাত ১২:৩০
কুয়েত থেকে লিখেছেন : জনগন পিঠের চামড়া যে তুলে পেলবে তার কারনেই এত ভয়..! ধন্যবাদ আপনাকে
386228
০৭ ডিসেম্বর ২০১৮ সকাল ১১:৪৭
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের হারার কোন সম্ভাবনাই নেই। সব কিছুই তাদের অনূকুলে এবং নির্বাচনের সময় তারাই ক্ষমতায় থাকছে।

কেবলমাত্র মহান আল্লাহ তায়ালা যদি বিশেষ কিছু করে থাকেন তাহলে হেরে যাবে। আওয়ামীলীগ ক্ষমতা থেকে নামতে হবে অলৌকিক কিছু ঘটা লাগবে যেটা মানুষের সাধ্যের বাইরে। আমরা আদ ,সামুদ, লুত ও ফেরাউনের কথা শুনেছি। শুনেছি তাদের পরিণতির কথা যেটা আল্লাহর দ্বারাই সংঘটিত হয়েছিল এবং ছিল মানুষের ধারণার বাইরে।
386229
০৭ ডিসেম্বর ২০১৮ বিকাল ০৫:৩৩
হারেছ উদ্দিন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File