মানুষের বিবেক আজ পশুপ্রবৃত্তির কাছে পরাজিত;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:৪৯:৪৩ রাত

মানুষের বিবেক যখন দুর্বল হয়ে যায় পশু প্রবৃত্তি তখন মাথা চাড়া দিয়ে ওঠে।

বিবেক মানুষকে সবসময় খারাপ কাজে বাধা দেয়, বিবেক যদি তখন শক্তিশালী হয় তাহলে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে। আল্লাহর কাছে জবাব দিহিতার ভয় এবং আখেরাতের কঠিন আজাবের ভয় যাদের অন্তরে থাকে তারাই বিবেকের বাধায় খারাপ থেকে বিরত থাকতে পারে।

আর যারা আল্লাহকে বিশ্বাস করেনা আখেরাতের ভয় যাদের নাই তারাই পশুপ্রবৃত্তির তাড়নায় জঘন্য অপরাধ গুলি করে, যা তাকে নীচদের চেয়েও নিয়ে যায়।

বর্তমানে সমাজের কিছু মানুষের অবস্থা তাই হয়েছে, এরা পশুর চেয়েও নিছে চলে গেছে।

সৎ ও যোগ্য লোকের মাধ্যমে আল্লাহর আইন কায়েম এবং সঠিক প্রয়োগ দ্বারা এই অবস্থার পরিবর্তন করা সম্ভব, নচেৎ নয়।

পশু প্রবৃত্তির তাড়নায় কেউ যখন চলতেই থাকে তখন আর তাকে বিবেক বাধা দিয়ে কিছুই করতে পারে না।যদিনা তার বিবেক কে জাগিয়ে তোলার কোন শ্বাসন এবং বাধ্যতা মূলক নির্ধারিত আল্লাহর হুকুম গুলি মানার এবং শিক্ষা দেওয়ার কেউ না থাকে।

সে জন্যই আল্লাহর দেওয়া আইন দরকার এবং সে আইন পরিচালনার জন্য যোগ্য ও সৎলোকের প্রয়োজন।

বিষয়: বিবিধ

৭৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385159
২৪ এপ্রিল ২০১৮ রাত ১২:১০
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : অনেক ভালো লাগলো। আইনের শাসন আমাদের পশুবৃত্তিকে সংযত রাখতে সাহায্য করে। তাই শাসক যখন সৎ হবে সমাজে তখন সুন্দরের চর্চা ব্যাপক ভাবে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File