আল্লাহর আদেশ অমান্য করেও মুসলিম থাকা যায়?

লিখেছেন লিখেছেন saifu islam ১৯ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫১:৪৫ রাত

মুসলমান হয়েও হারাম পথে পরিচালিত হওয়া যেন স্বাভাবিক, সামান্য অনুশোচনা নেই।

মিথ্যা বলা, অপবাদ দেওয়া, উদুর পিন্ডি বুদুর ঘারে চাপানোর অপকৌশল যারা চালায় তারাই এই সমাজের উঁচু পর্যায়ের মানুষ।

প্রতিদ্বন্দীকে ঘায়েল করার জন্য যত ধরনের মিথ্যা অপবাদ,হয়রানি করার জন্য এমন জঘণ্য কর্ম কান্ড নাই তারা করতে পারে না, এর পরেও প্রচার প্রচারনায় তারা কিন্তু ধোয়া তুলসি পাতাই থেকে যায়। আর সাধারন মানুষ তাদের মিথ্যা কথায় প্ররোচিত হয়ে ভুল পথে পরিচালিত হয়ে নিজেই নিজের পায়ে কুড়াল মারে, এটাই বর্তমান রীতি।

এদিকে আবার এমন ভাবএবং বেশ দেখায় যেন তারাই একমাত্র ঈমানদার পরহেজগার, আল্লাহর কাছে কৃতকর্মের জন্য জবাব দিতে হবে তার সামান্য অনুশোচনা নাই।

তারা সমাজ পরিচালনা করছে মানবতার মুক্তির ধোঁয়া তুলছে, এই সমাজেই আবার আল্লাহর নিষিদ্ধ কাজ গুলি হচ্ছে, যেমন, হত্যা, গুম, ধর্ষণ, ভ্যাবিচার, অবিচার,সুদ, ঘুষ ইত্যাদি। এর পরেও সমাজে আইন তার নিজস্ব গতিতে চলে কোন কৈফিয়ৎ নাই।

প্রশ্ন আসে তাহলে এই মুসলমাদের ইসলাম মানা হয় কিভাবে?

মুখে ইসলামের দোহাই দিয়ে, বিরোধী এবং হারাম কাজ গুলি করে বা সমর্থন করে কি মুসলমান বলে নিজেকে দাবি করা যায়?

কাজ হবে সীমালঙ্ঘন কারীদের মত দাবী করা হবে আদেশ পালনকারী হিসাবে এটা কত জঘণ্য অপরাধ, চিন্তার করা খুব জরুরী দরকার, বিবেককে জাগ্রত করা দরকার, ইসলাম কে জানার জন্য কুরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করা দরকার।

আল্লাহ্ জুলুমকারীকে হেদায়াত দান করুন এবং হেফাজত করুন।

বিষয়: বিবিধ

৭৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386256
২১ ডিসেম্বর ২০১৮ রাত ০৮:২৪
হতভাগা লিখেছেন : ক্ষমতা হচ্ছে আসল কথা । এর কাছে ধর্ম , মানবিকতা একেবারেই নগন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File