ব্যভিচার হলো জঘন্যতম অপরাধ;

লিখেছেন লিখেছেন saifu islam ২১ মার্চ, ২০১৮, ০১:৫১:৪১ দুপুর

ব্যভিচার হলো জঘন্য পাপ, যে জাতিতে ব্যভিচার বেড়ে যায় সে জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেয়।

বর্তমানে ব্যভিচারকে বিভিন্ন ভাবে উছকে দেওয়া হচ্ছে এবং কোমলমতি শিশু কিশোরদের শিক্ষা দেওয়া থেকে শুরু করা হলো দীর্ঘ পরিকল্পনা নিয়ে।

যে ভাবে বহু আগে থেকে সুদের মত জঘন্য পাপকে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে সমাজে রাষ্ট্রে অর্থনীতির আইন প্রতিষ্টা করা হয়েছে।

একটু খেয়াল করলেই বুঝা যায় বিবাহ বন্ধন ছাড়া একক মা হওয়ার একটা প্রেরনা জাগানো হচ্ছে এবং এরই মধ্যে নজির পেশ করা হয়েছে। এই পরিকল্পনা তাদের আরও একশো বছর আগে থেকে নেওয়া।

কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখলাম পরকিয়া নিয়ে লিখা কোন শ্রেনীর পুরুষ এবং মহিলাদের মধ্যে কত পার্সেন্ট পরকিয়ায় লিপ্ত।

বিবাহের মত একটি পবিত্র বন্ধনের মাধ্যমে একটি পবিত্র সমাজ গঠনের জন্যই আল্লাহর এ নিয়ম।

আজ তা ধ্বংস করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে,

নারী পুরুষের অবাধ মিলামিশাই পরকিয়ার মত জঘন্য কাজের উৎসাহ যোগায়।

আর নারীর স্বাধীনতা নামে বিভিন্ন ভাবে এদিকে স্বচেতন করা হচ্ছে।

পবিত্র বন্ধনের মধ্যদিয়ে যে সন্তান দুনিয়ায় আসে তার একটা নিজস্ব স্বতন্ত্র বংশ পরিচয় থাকে।

কিন্তু যে নারী এবং পুরুষ পরকিয়া বা ব্যভিচারের মত নিকৃষ্ট কাজের মাধ্যমে এক বংশকে আরেক বংশের উত্তরাধী বানিয়ে দেয় এরচেয়ে জঘন্য পাপ আর সমাজ বিরোধী অপরাধ কি হতে পারে! অবশ্যই আল্লাহর নির্ধারিত আইনে শাস্তি প্রাপ্য এবং হওয়া দরকার। প্রকৃত সমাজ বিরোধীরাই এদের শাস্তি চায় না বিরোধীতা করে।

আজ নির্লজ্জ বেহায়াপনার মাধ্যমে জাতি সেদিকেই যাচ্ছে এবং নেওয়া হচ্ছে সুপরিকল্পিত ভাবে।

যে জাতি আল্লাহ এই পবিত্র পরিকল্পনাকে বদলে দিতে চায় তাদের জগন্য শাস্তি তিনি দেন।

আল্লাহ আমাদের এই জাতিকে হেদায়াত দিন এবং হেফাজত করুন।

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384961
২২ মার্চ ২০১৮ বিকাল ০৪:২৬
হতভাগা লিখেছেন : নারীর চাই পুরুষের টাকা আর পুরুষের চাই নারীর শরীর । এর মাঝে যদি রিসপনসিবিলিটি চলে আসে তখনই সমস্যা দেখা দেয়। দুধ আর গোস্ত যদি বাজারেই কিনতে পাওয়া যায় তাহলে কষ্ট করে কে গরু পালতে যাবে?
384963
২২ মার্চ ২০১৮ সন্ধ্যা ০৭:২০
saifu islam লিখেছেন : এটাই তো এই অবস্থার জন্য দায়ী, ধন্যবাদ মন্তব্যের জন্য।
384967
২৩ মার্চ ২০১৮ রাত ১২:১৩
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : সময়োপযোগী একটি লিখা। আল্লাহ আমাদের সবার বিবেকের রুদ্ধদ্বার খুলে দিন। অনেক ধন্যবাদ লেখককে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File