বাবলী ভাবীর করুন কাহিনী

লিখেছেন লিখেছেন ফুরফুরি ১৭ এপ্রিল, ২০১৬, ০৫:৩৩:২৮ বিকাল

আমার এক ভাবী আমার কাছ থেকে সাহায্য চাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছিনা আমি কি ভাবে তাকে সাহায্য করবো কারন এ রকম অভিজ্ঞতা এই প্রথম। ভাবী আমার বন্ধুর wife ভাবীর নাম বাবলী। তাদের বিয়ে হয়ে ছিল ১৯৯১ ইং তাদের একটি কলেজ পড়ুয়া মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই ভাল চাকুরী করে তাদের কোন অভাব অনটন নেই। বিয়ের প্রথম কয়েক বছর ভালই কেটেছিল (মেয়ে বড় হওয়ার আগ পর্যন্ত)। মেয়ে যখন নবম শ্রেনীতে পড়ে তখন থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরী হয়। স্বামী আর বাবলীর সাথে ঘুমায় না। প্রথম প্রথম বলতো মেয়ে রাতে পড়েনা দুজনেই ঘুমিয়ে পড়েলে মেয়ের দিকে খেয়াল রাখার জন্য অন্য রুমে ঘুমাই। এ ভাবে কয়েক মাস কেটে যায় স্বামী আর বাবলীর কাছে আসে না কথা বার্তাও আস্তে আস্তে কমিয়ে দেয়। এক রাতে বাবলী তার কছে গিয়ে অভিযোগ করলো তুমি আমার বিছানায় আস না কেন? স্বামী লোকটি তাকে কিছুই বলেনা শুধু দাক্কা দিয়ে সড়িয়ে দেয়। সকালে তাকে একটা চিঠি লিখে অফিসে চলে যায়। চিঠির মধ্যে বাবলী ভাবীর কোন অভিযোগ দিতে পারে নাই। তোমার মত এত বোকা মানুষ আমার জীবনে দেখী নাই। বোকা শত্রুর চেয়ে চালাক শত্রু অনেক ভাল। তার নিজের মেয়ে সম্পর্কে বলে ও কার সাথে প্রেম করে সেটা তুমি এখন পর্যন্ত ধরতে পারোনাই। বাবলী আমাকে বলছিল তার মেয়ের কথা খালী খালীতো আর কাউকে সন্দেহ করা যায়না। কারন ওদের এখন যে বয়স ওরা জীদের বসে সব কিছু করতে পারে। মেয়ের কোন মোবাইল নাই কমপিউটার নাই কলেজে যায় গাড়ীতে করে ড্রাইভার নিয়ে যায়। যেহেতু দুজনেই চাকুরী করে আমার ভাবী যতটুকু সময় পায় মেয়েকে নিয়ে এদিক সেদিক যায়। এটাও বাবলীর স্বামীর পছন্দ না মেয়ের পড়াশুনা নষ্ট হয় এই মনে করে। এমকি মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হলেও নিস্তার নাই রেজাল্টের আগেই বোর্ডের বই এনে মেয়েকে দেয়। আগে আগে কয়েক চেপ্টার অংক করে রাখার জন্য। এ ধরনের চাপ কোন সন্তানই বহন করতে পারে না । বাবলী ভাবীকে আমি এ ব্যপারে কি সাজেশন দিব। আমার বন্ধুটি যে বড়ই গোয়ার। মাঝে মাঝে মনে হয় ওর শারীরিক কোন সমস্যা আছে তা না হলে এতদিন বৌ এর কাছে না যেয়ে থাকে কেমন করে। আল্লহই জানেন।

বিষয়: বিবিধ

১৬৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365999
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৭
হতভাগা লিখেছেন : বোকা শত্রুর চেয়ে চালাক শত্রু অনেক ভাল

০ বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রু অনেক ভাল


বাবলীর স্বামীর শারীরিক সমস্যা থাকলে সন্তানটি কার ছিল ?

বাবলীর ৪০+ বছর হয়ে গেছে । হয়ত স্বামীকে আগের মত সেরকম স্যাটিসফাই করতে পারে না ।

মেয়ের কোন মোবাইল নাই কমপিউটার নাই কলেজে যায় গাড়ীতে করে ড্রাইভার নিয়ে যায়।


০ বাবা মা উভয়েই চাকরি করে , গাড়ি আছে , অভাব অনটন নেই । এরকম কাপলের মেয়ের মোবাইল নেই !!!!

সমস্যা এখানেই । মেয়েকে আধুনিকা হতে দিতে বলেন ।
366001
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫২
কুয়েত থেকে লিখেছেন : নাচতে না জানলে উঠানতো বাঁকা হবেই। এখানে উভয়ের দোষ আছে এক সাথে না থেকে একা কেন থাকবে..? পরিবারিক জীবনের শান্তি আল্লাহ প্রদত্ত এক বিশেষ নেয়ামত দোয়া করুন আল্লাহ যেন তাদের মধ্য মিল মোহব্বত বৃদ্ধি করে দেন। ধন্যবাদ
366028
১৭ এপ্রিল ২০১৬ রাত ০৯:২১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বর্ণনায় গোলমাল আছে, অ-নে-ক ফাঁক

এ স্ক্রিপ্ট চলবেনা!!
আরেকটা লিখেন..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File