আসুন আমরা সবাই নিজের ভুল মেনে নেই

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ০২ এপ্রিল, ২০১৫, ০১:২৫:৫৮ দুপুর

খুব সহজেই নিজের ভুল মেনে নেওয়ার মানসিকতা খুব কম মানুষেরই থাকে। অধিকাংশ সময় আমরা নিজেদের কষ্টটাকে বড় করে দেখি, আমাদের কথায় যে অন্য কেউ কষ্ট পেতে পারে সেইকথা ভুলে যাই।

আমরা কখনই আগে সরি বলিনা, ওপাশের মানুষটি কখন সরি বলবে এই আশায় থাকি। আমরা খেয়াল করি না যে সেও আমার মতোই মানুষ, সেও সরি না বলে অপেক্ষায় আছে। এই দ্বন্দ্বের কারণেই দূরত্ব সৃষ্টি হয়। যে মানুষ একসময় হৃদয়ের অনেক কাছে ছিল সে অনেক দূরে সরে যায়।

এই ইটপাথরের জগত অনেক বেশি স্বার্থপর, আপনজন খুব কম মিলে এইখানে। নিজেদের ছোট ছোট কিছু ভুল, নিজেদের ইগোর কারণে সে মানুষগুলোকেও আমরা দূরে সরিয়ে দিই। একা হয়ে যাই আমরা। শুধু একটু প্রচেষ্টা, অন্যের দিকটা বুঝতে পারার মানসিকতাই কাছের মানুষগুলোকে হারিয়ে যেতে দিবে না কখনও।

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312411
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৭
253891
তেজোদীপ্ত আমজাদ লিখেছেন : মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ
312433
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪০
হতভাগা লিখেছেন : কোন ঘটনার ফলে যে আগে সরি বলবে সবাই বুঝে নেয় যে সেই ভুল ছিল (যদিও সে ঠিক থাকুক না কেন )।

বর্তমানে এই ধরনের ভাল মানুষী দূর্বলতা হিসেবেই বিবেচ্য হয়
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১০
253893
তেজোদীপ্ত আমজাদ লিখেছেন : ওপাশের মানুষটি কখন সরি বলবে এই আশায় থাকি। আমরা খেয়াল করি না যে সেও আমার মতোই মানুষ, সেও সরি না বলে অপেক্ষায় আছে। Happy মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ
312453
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভুল বুঝেতে পেরে শিকার করার মাঝে সততা লুকিয়ে থাকে Don't Tell Anyone
312529
০২ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৯
আবু জান্নাত লিখেছেন : অনেক সময় সত্যের উপর থেকেও সরি বলতে হয়। মিলমিশ হয়ে গেলে এক সময় বুঝিয়ে বলা যায়। সুন্দর পরামর্শ, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File