ভালবাসার পাগলামি

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২৬:৪৭ সকাল



প্রেম-ভালবাসা” তো অনেকেই করে কিন্তু সত্যিকারের “প্রেম-ভালবাসা” কয়জনে করতে পারে? যারা সত্যিকারের ভালবাসে তাদের সবাই পাগল প্রেমিক-প্রেমিকা বলে।

পাগল প্রেমিক-প্রেমিকারা তার ভালবাসার মানুষটির একফোঁটা ভালবাসা পাওয়ার জন্য অফুরন্ত ভালবাসে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড সেই প্রিয় মানুষটির কথা মনেতে বিরাজ করে।

সতিকারের ভালবাসায় থাকে মান-অভিমান, থাকে খুনসুটি ঝগড়া, আর থাকে পাগলামি।

প্রেমিক-প্রেমিকারা তার ভালবাসার মানুষটির জন্য অনেক পাগলামি করে। পাগলামি হয় তোমার বাসার সামনে সারারাত দাড়িয়ে থাকার, পাগলামি হয় তীব্র শীতের সকালে তোমার জন্য অপেক্ষা করার, পাগলামি নিজের ভালবাসার আগুন জন্য আশা ভালোলাগার, পাগলামি হয় ভালবাসা।

ঠিক যেমন একধরণের পাগলামি আমি করে এলাম। আজ একটু আগে স্কুল সেই যায়গাটিতে গিয়েছিলাম, যেখানে আমার দেখেছিলাম, সেখানে দাড়িয়ে অনুভব করছিলাম সেই দিনটার মত রাজকুমারী আমার সামনে দাড়িয়ে আছে, সে হাসছে, কথা বলছে, আর আমি অবাক চোখে ওকে দেখছিলাম।

জুতোগুলো হাতে নিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে রাস্তায় বের হলাম, এক সময় ভাবতাম মানুষ কেন এত ভালবাসে? কেন এত পাগলামি করে? আজ বুঝলাম প্রেমে পড়লে সবাই কবি হয়ে যায়, সেই ভালবাসার মানুষটির জন্য পাগল হয়ে যায়।

আমাকে জুতা হাতে হাঁটতে দেখে এক লোক হা করে তাকিয়ে ছিল, আমার এত কিছু খেয়াল ছিল না, আমি আকাশের তাঁরা দেখছিলাম.. যখন বুঝলাম কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে তখন আমার বোধোদয় হয় আরে আমি তো পাগলামি করছি.. grin emoticon তৎক্ষণাৎ জুতা পড়ে বাসায় চলে এলাম। ভাঙাচোরা পিচঢালা রাস্তায় হাঁটার ফলে পায়ের কয়েক জায়গায় কেটে গেছে, তখন টের পাইনি এখন পাচ্ছি... আর ভাবছি আমি কেন এত ভালবাসি তোমাকে?

বিষয়: বিবিধ

২৫৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302947
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৮
হতভাগা লিখেছেন : এসব পাগলামী ছেলেরাই করে । মেয়েরা কষ্মিনকালেও এসব পাগলামী/ছ্যাবলামী করে না ।

শাহজাহান করেছিলেন মমতাজের জন্য তাজমহল বানিয়ে আর পন্চম জর্জ করেছিলেন তার ফিঁয়ন্সের জন্য সিংহাসন ত্যাগ করে ।

প্রেমিকের জন্য প্রেমিকার এরকম ত্যাগের দৃষ্টান্ত কি দুনিয়াতে আছে ?

ছেলেরা ভালবাসে বলেই দুনিয়াতে ভালবাসা বলে কিছু একটা আছে ।

মেয়েরা থাকে এই ভালবাসার মোড়কে সুবিধা হাতিয়ে নেবার ধান্ধায় ।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
245029
তেজোদীপ্ত আমজাদ লিখেছেন : অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ
302969
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২২
তেজোদীপ্ত আমজাদ লিখেছেন : অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File