অপরাজিতা

লিখেছেন লিখেছেন আমিনুল হক ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫০:৪২ সকাল



অপরাজিতা, তোমায় আজও স্বপ্নে দেখি

তোমাকে নিয়ে ভালবাসার ছবি আখিঁ,

তোমাকে নিয়ে নতুন নতুন স্বপ্ন বুনি

তোমার বলা কথাগুলো আজও মানি।

অপরাজিতা, তুমি ছিলে সুরের বাশিঁ

তুমি ছিলে আমার মনের স্বঁপ্নরাশি,

আমি এখন কল্পনায় তোমাকেই দেখছি

তোমাকে নিয়ে এখনও স্বপ্ন বুনছি।

অপরাজিতা, তোমাকে নিয়ে স্বপ্ন আমি যত দেখবো

তোমার জন্য তত আমি পাগল হবো,

পিঞ্জরে থাকা বায়ু গুলো জাগিয়ে তুলবো

নিশ্বাস আমার দীর্ঘ থেকে দীর্ঘতর করবো।

অপরাজিতা, তোমার দেওয়া ঐ গিফটগুলি

আজও আমি মাঝে মাঝে হারিয়ে ফেলি,

খুজতে গিয়ে স্বৃতিগুলো জাগিয়ে তুলি

তোমায় ভেবে নিজেকে আমি হারিয়ে ফেলি।

অপরাজিতা, তোমায় আজও স্বপ্নে দেখি

তোমাকে নিয়ে ভালবাসার ছবি আখিঁ,

তোমাকে নিয়ে নতুন নতুন স্বপ্ন বুনি

তোমার বলা কথাগুলো আজও মানি।

অপরাজিতা, তুমি ছিলে সুরের বাশিঁ

তুমি ছিলে আমার মনের স্বঁপ্নরাশি,

আমি এখন কল্পনায় তোমাকেই দেখছি

তোমাকে নিয়ে এখনও স্বপ্ন বুনছি।

অপরাজিতা, তোমাকে নিয়ে স্বপ্ন আমি যত দেখবো

তোমার জন্য তত আমি পাগল হবো,

পিঞ্জরে থাকা বায়ু গুলো জাগিয়ে তুলবো

নিশ্বাস আমার দীর্ঘ থেকে দীর্ঘতর করবো।

অপরাজিতা, তোমার দেওয়া ঐ গিফটগুলি

আজও আমি মাঝে মাঝে হারিয়ে ফেলি,

খুজতে গিয়ে স্বৃতিগুলো জাগিয়ে তুলি

তোমায় ভেবে নিজেকে আমি হারিয়ে ফেলি।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381859
১৪ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন : সারাদিনের কতটা সময় অপরাজিতাকে নিয়ে চিন্তা করেন ? তার ১০ ভাগের এক ভাগ সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করলে জান্নাতে যাবার একটা পথ হয়ে যেত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File