তাবাচ্ছুমের আবদারগুলো (আবদার-৫)

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১১ মার্চ, ২০১৭, ১০:১৮:৪৭ রাত

বউয়ের সঙ্গে দৃষ্টি বিনিময়,কথা,গল্প,খাওয়া,ঘুম এমনকি ঘামের গন্ধ,সবই ভালো লাগে। বিয়ের প্রথম সময়টায় অন্তত এমনই হয়।

পেশাগত কাজে ঘর থেকে বেরিয়ে ফিরে আসা পর্যন্ত ছটফট করি। তাবাচ্ছুমকে সার্বক্ষণিক সঙ্গ দিতে না পারলেও হাল যুগের ভরসা মোবাইলের মাধ্যমে ঘণ্টা খানিক পর পর ফোন করে দুধের স্বাদ ঘোলে মেটাই।

ছোটবেলায় নতুন বিয়ে করা এক স্যারকে দেখতাম ক্লাস, দোকান, মিটিং- সবখানেই বউয়ের সাথে ননস্টপ ফোনালাপ করতে। আজ আমিও স্যারের চেয়ে কোনো অংশে কম যাইনা। একই কথাকে নয়শত বাহাত্তর বার বলেও মনে হয় কিছুই বলা হয়নি!

মাঝে মাঝে বারবার ফোন করেও ওপাশ থেকে সাড়া না পেলে খুন চেপে যায় মাথায়। “ফোন ধর নাই কেন”,জিজ্ঞেস করার আগেই নরম করে সরি বলে একটা একটা করে কারণ ব্যাখ্যা করে।

একদিন অফিসে কোনো এক কারণে মন বিগড়ে যায়। মন খারাপ হলেই তাবাচ্ছুমের শরণাপন্ন হই। বরাবরের মত সেদিনও ফোন করি। কিন্তু ধরার কোনো নাম গন্ধ নাই! এতে করে মন আরো বিগড়ে যায়।

একপর্যায়ে ফোন ধরে। শ্রাব্য-অশ্রাব্য মুখে যা আসে শুনিয়ে তবেই ক্ষান্ত হই। ওপাশ থেকে শুধু নাক টানার শব্দ শোনা যায়।

আধা ঘণ্টা পর তাবাচ্ছুম ফোন করে। কাঁদো কাঁদো গলায় বলে “সরি, নামাজে ছিলাম বলে ধরতে পারিনি। আপনার কাছে আমার একটা আবদার আছে। শুনে রাগ করবেন না তো”?

ততক্ষণে রাগ মাথা থেকে হাঁটুতে নেমে এসেছে। অভয় দিয়ে বলতে বলি।

“নামাজে দাঁড়ানোর পর আপনার ফোন আসলে অস্থির লাগে, একাগ্রতা ধরে রাখতে কষ্ট হয়। ভয় হয়, আল্লাহ্ যদি আমার উপর নাখোশ হন! তাই নামাজের সময়গুলোতে মোবাইল সাইলেন্ট করে রাখতে চাই, অর্থাৎ প্রতি নামাজের আওয়াল ওয়াক্তের সময়টা। আপনিও তখন ফোন করবেন না। প্লিজ, আমার কথায় কষ্ট না নিলেই খুশি হবো!”

কিছুক্ষণ চুপ করে থাকি। মনে মনে আল্লাহ্র নিকট তাওবা করে নেই। তারপর বলি, “সরি, তুমিই ঠিক। পুণ্যের কাজে আল্লাহ্ যেন আমায় আজীবন তোমার সহযোগী করেন.......................................”।

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382190
১২ মার্চ ২০১৭ সকাল ০৮:৩৪
হতভাগা লিখেছেন : উনি বরং নামাজে দাড়ানোর আগে আপনাকে জানিয়ে রাখতে পারে যে ,''এখন আমি নামাজে দাড়াবো , নামাজ শেষ হলে আপনাকে ফোন দেবো।''

স্বামীকে ফোন দিলে কি ইগোর ফালুদা হয়ে যায়?
১২ মার্চ ২০১৭ সকাল ১১:২৮
315957
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাবাচ্ছুম ঠিকই আছে। আমিই লিখতে ভুলে গেছি, সে এও বলেছিল, কখনো যদি আওয়াল ওয়াক্তে নামাজ পড়তে না পারে, তাহলে সে আমাকে জানাবে।
ইগোর ফালুদা হয়না। বোঝাপড়াটা ভালো হয়রে হতচ্ছাড়া!
382191
১২ মার্চ ২০১৭ সকাল ১০:৩৬
দ্য স্লেভ লিখেছেন : মাশাআল্লাহ দারুন। একটা কথা: অফিস থেকে ঘন্টায় ঘন্টায় ফোন দিলে ইসলামিত্ব প্রশ্নের মুখে পড়বে। অফিসক কর্তৃপক্ষ টাকার বিনিময়ে আমার সময়কে কিনে নিয়েছে,ফলে আমার লাঞ্চ,ব্রেক টাইম ছাড়া আমি ব্যক্তিগত কাজ,ফোন ইত্যাদী করতে পারিনা,এটা স্পষ্ট আমানতের খিয়ানত। খলিফা ওমর বিন আব্দুল আযিজ রাতে অতিরিক্ত সরকারী কাজও করতেন আর তখন ২টা মোমবাতি রাখতেন। কারো সাথে ব্যক্তিগত আলাপ হলে ব্যক্তিগত মোমবাতিটি জ্বালাতেন Happy
১২ মার্চ ২০১৭ সকাল ১১:৩২
315958
গাজী সালাউদ্দিন লিখেছেন : মূল্যায়ন শুনে খুশি হলাম।
এই ব্যাপারটায় আমিও যথেষ্ঠ সচেতন। ফাঁকি ঝুঁকি আমি অন্ত দিতে পারিনা। বিশ্বাস করি, আমার আল্লাহ্‌ সবই দেখছেন, কর্তৃপক্ষ না দেখলেও।
তবে বিষয়টি কাজের ধরণের উপর নির্ভর করে। আমার যে কাজ, আলহামদুলিল্লাহ্‌ বেশ দ্রুত করতে পারি। তাই কাজেরফাঁকে ফাঁকে এভাবে কথা বললে তেমন সমস্যা হয়না। তবে চেষ্টা থাকে, বার বার কথা বলবো কিন্তু অল্প কয়েক মিনিট করে। টাচে রাখতে চাই। এইতো বাচ।
382202
১৩ মার্চ ২০১৭ দুপুর ০১:২৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আরে ভাই তাবাচ্ছুমকে কবে ঘরে তুললেন? সানাই বাজানোর আওয়াজ তো পেলাম না..........।
১৪ মার্চ ২০১৭ রাত ০১:০৬
315969
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
তুলে ফেলেছি কোনো এক ভর দুপুরে, কিন্তু আমরা সানাই বাজাইনি, তাই আওয়াজ পাননি।
382216
১৩ মার্চ ২০১৭ রাত ০৮:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : গাজী সালাউদ্দিন পুরাই বউ পাগল। এত্তবার ফোন করা লাগে!!!
১৪ মার্চ ২০১৭ রাত ০১:০৮
315971
গাজী সালাউদ্দিন লিখেছেন : বউ পাগল নয় কে, কেবল গাজীর দোষ!!!!! নন্দ ঘোষ!
আমার বউকেই তো দিচ্ছি, পর নারীকে নয়!!!!!!
382221
১৪ মার্চ ২০১৭ রাত ১২:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আর কত সপ্ন দেখবেন!!!!
বউ আপনি করে বলাটা সন্মান দেখান নয়। আরবী বা ইংরেজি ভাষায় আপনি ডাকার সুযোগ নাই!!
১৪ মার্চ ২০১৭ রাত ০১:১২
315972
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্বপ্নের কোনো সীমা নাই, তাই দেখে যাই দেখে যেতে চাই।
সম্মান দেখানো নয়, বলতে পারেন অভ্যস্ততা।
গলা কেটে ফেললেও আপনি থেকে তুমিতে নেমে আসবেনা। আবার কেউ ছোট বড় সবার ক্ষেত্রেই তুই।
হ্যাঁ, ওইসব ভাষায় আপনি ডাকার সুযোগ নাই, কিন্তু আমাদের আছে বলে ডেকে যাই, তাতে অসুবিধা কোথায়।
382522
০৩ এপ্রিল ২০১৭ সকাল ০৮:১৫
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
২৩ অক্টোবর ২০১৭ সকাল ১১:০৩
316981
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File