স্বপ্নবালিকা

লিখেছেন লিখেছেন রবিউল করিম বাবু ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৫:০৯ রাত





রাতের আকাশে হাজারো তারার ভিড়ে আমি

একাকী হারীয়ে যেতে চাই, পারিনা।

আনমনে ভেবে অবাক হই হারিয়ে যেতেও কি তবে সঙ্গী লাগে!

দুপুর রোদে পথে পথে আমি একলা হাটি,

হাতের আইসক্রিমটা আধ খাওয়াই রয়ে যায়।

আচমকা নামা বৃষ্টি থেকে নিজেকে

রক্ষার ব্যার্থ চেষ্টা করতে করতে পাশের হুডতোলা রিক্শায়

টোনাটুনির খুনসুটি দেখে নিজেকে বড্ড অসহায় লাগে।

ভরসন্ধ্যায় উতলা হাওয়ায় চুল উড়িয়ে হাতে কৃষ্ণচুড়া ফুল নিয়ে

দরজার ওপাশে কেউ অপেক্ষা করেনা আমার জন্য।

মাঝরাতে মুঠোফোনে কেউ আমায় মনে করিয়ে দেয়না

আজ কোজাগরি পূর্ণিমা। জোছনা তাই অধরাই থেকে যায়।

শীতের ভোরে আগুন গরম কফির মগ হাতে যখন

দাড়িয়ে থাকি ছোট্ট বারান্দাটায়, আমার পাশে দাড়িয়ে

কোন চঞ্চল চোখ আমায় জোড়া শালিক খুজে দেয়না।

আমার চোখে শুধু পড়ে ডানাভাঙা সেই

বিষন্ন একলা শালিকটা।

যখন আমার ভাবনাগুলো ক্লান্তি হয়ে

আমার মাঝেই মিশে যায়,

যখন অচেনা সুরে আমি গাই আমার কষ্টগুলো,

নিয়ন আলোর বর্ণমালায় লেখা কবিতাটা যখন

অপরিচিত মনে হয় তখনো,

তখনো কেউ গভীর মমতায় ছুয়ে দেয়না আমাকে।

তবে আমি স্বপ্নে বাঁচি, স্বপ্ন দেখি সেই স্বপ্নবালিকার।

যে এই দাহকালে আমায় বৃষ্টির গল্প শোনাবে,

রাতের আকাশ থেকে তাকে এনে দেবো তারার মেলার ছবি।

মিলিয়ে নেবো আমার স্বপ্নগুলো।

পাশাপাশি হাটবো অনন্তকাল।

চৈত্রের শেষ প্রহরে রাঙা আলোয় চোখে চোখ চেয়ে রবো।

ভালোবাসা দিবসে তার হাতে তুলে দেবো একুশটি লাল গোলাপ। বলবো ভালোবাসি তোমায়।

আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় আছে

আমার একুশটি লাল গোলাপ,

স্বপ্নবালিকা, তুমি আসবে না??



বিষয়: সাহিত্য

১৪৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176453
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৮
শিশির ভেজা ভোর লিখেছেন : আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় আছে
আমার একুশটি লাল গোলাপ,
স্বপ্নবালিকা, তুমি আসবে না??


ভালো লাগলো।
176456
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
176830
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File