কার্ডিয়াক মিকমেস

লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ২৪ জুন, ২০২১, ০৯:৩০:২৯ সকাল

কার্ডিয়াক মিকমেস বা হৃদযন্ত্রের দুর্বলতা।

হৃদযন্ত্রের_দুর্বলতা যাকে ইউনানী চিকিৎসা শাস্ত্রে বলা হয়ঃ-যু'ফে কলব, হৃদকম্প বা খপকান এবং প্রচলিত ডাক্তারি ভাষায়ঃ-Cardiac Meakmess বা Cardiac weakness and palpitation.

রোগ স্বভাবঃ

হৃদযন্ত্র মানবদেহের ৫টি প্রধান অঙ্গের মধ্যে অন্যতম অঙ্গ, যাহার দুর্বলতা দেখা দিলে মানুষ ফিজিক্যালি ও সাইকোলজিক্যালি দুর্বল হয়ে যায়, কাজকাম জীবনধারা অসহনীয় হয়ে পড়ে, ভীতির সঞ্চার হয়।

হৃদযন্ত্রের দুর্বলতার লক্ষণঃ-

সামান্য পরিশ্রমে, একটুখানি জোরে হাঁটা চলা করলে, কোনো খারাপ সংবাদ শুনলে, বিকট শব্দ শুনলে, অস্বাভাবিক কিছু দেখলে, অস্বাভাবিক কিছুর সম্মুখীন হলে, হৃদপিন্ডের ধড়ফড় ও হৃদকম্প সেইসাথে দুর্বলতা দেখা দেয়, ভয় ও হতাশা বিরাজ করে, মানুষিক ভাবে রোগী দুর্বল হয়ে যায়, সামান্য পরিশ্রমে দেহ ঘামিয়ে শীতল হয়ে যায়, কখনও রোগী অজ্ঞান বা মুর্চ্ছা যায়।

এবার আসুন হৃদযন্ত্রের দুর্বলতার কারণগুলো একটু জেনে নেইঃ-

উচ্চ রক্তচাপ, অনিয়মিত পরিশ্রম, স্নায়ুবিক দুর্বলতা, রক্তস্বল্পতা, পুষ্টির অভাব, সর্বদা বিভিন্ন রোগে ভোগা, ভয়ভীতির মধ্যে অতিবাহিত হওয়া, গেটে বাতের প্রভাব, মানসিক পরিশ্রম অন্যতম কারণ।

চিকিৎসাঃ

সিরাপ অর্জুনালীড (লীড) ৪চামচ করে ২বার।

সিরাপ দিমাগী (ইবনেসিনা/ ফেনী দাওয়াখানা) ৪চামচ করে ২বার।

চ্যাবনপ্রাস ২চামচ করে ২বার চুষে খাবেন।।

ট্যাবলেট আলিশা ২টা করে ২বার।

মনে রাখবেন কার্ডিয়াক উইকনেস শারীরিক ও মানসিক দুর্বলতার অন্যতম কারণ, ন্যাচারাল চিকিৎসা গ্রহণ করুন নিজেকে অন্যরকম আবিষ্কার করুন।

যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রেও ভালো ফলাফল আসবে।

যদি উচ্চ রক্তচাপ সেইসাথে দুর্বলতা থাকে তাহলে প্রতিদিন সকালে একগ্লাস ডাবের পানির সাথে ১চামচ মধু মিশিয়ে পান করুন অনেক ভালো লাগবে, চর্বি যুক্ত মাংস ও পোল্টি মুরুগ, চিংড়িমাছ বয়কট করবেন।

উপরের মেডিসিন ২মাস খাবেন, ইনশাআল্লাহ্‌ অনেক উন্নতি আসবে।

প্রয়োজনে:-০১৭২৩১৪১১৭৯

বিষয়: বিবিধ

৬৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File