স্থিতিশীলতা চাইবেনা প্রতিবেশীরা

লিখেছেন লিখেছেন মোঃফজলুল হক ২৫ জানুয়ারি, ২০১৮, ০৮:১৮:৩৯ সকাল

স্থিতিশীল বাংলাদেশ প্রতিবেশী দেশের মাথাব্যথার অন্যতম কারণ,তাই তারা যেকোনো ফুসরতে চাইবে অস্থিতিশীলতা বিরাজ করুক,প্রতিবেশী দেশ কোনদিন চাইবেনা বাংলাদেশ স্থিতিশীলতা লাভ করুক।

বাংলাদেশের জন্য তাদের ফরেন পলিসি অনেকাংশ ভিন্নতর কারণ এতে স্বার্থের ব্যাপারস্যাপার নিহিত,কখনো এই দেশকে তারা নিজেদের ভাবে ও মনে করে।

তাই বাংলাদেশে তারা সর্বদা একটি রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়ে নিজেদের স্বার্থ হস্তগত করতে চাইবে চাওয়াটাই স্বাভাবিক,এতে অস্বাভাবিকতার কিছু নেই।

বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার লুঠপাটে প্রতিবেশীদের ভূমিকা মোটেও কম নহে,সেইদিক দিয়ে ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ,প্রয়োজন ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক,কিন্তূ বাস্তবতায় তারা নিজেদের ঠাকু ভাই দাদাভাই ভাবে এবং সেইরূপ আচরণ করে।

বিষয়: বিবিধ

৬৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File