নামের বিকৃত উচ্চারণ: মেহবুব, রেহমান, মেহমুদ

লিখেছেন লিখেছেন পথ হারা পথিক ২১ আগস্ট, ২০১৩, ০৯:৩১:৫১ রাত

অনেকেই এ নামগুলোকে এভাবে উচ্চারণ করে বা লেখে। এভাবে বলা বা লেখা দুটোই ভুল। এগুলোর সঠিক উচ্চারণ যথাক্রমে‘মাহবুব’,‘রহমান’,‘মাহমুদ’। এগুলো আরবী নাম। প্রতিটি নামের প্রথম অক্ষরে যবর। ওভাবে উচ্চারণ করলে যবরের স্থলে যের হয়ে যায় যা সম্পূর্ণ ভুল। আর‘রহমান’নামটি আল্লাহর নাম। এটি নামের দ্বিতীয় অংশ হিসেবে ব্যবহার হয় যেমন মাহবুবুর রহমান। বিশেষত এটা আল্লাহর নাম হওয়ার কারণে এ নামটির বিকৃত উচ্চারণ বড় ধরনের অন্যায়।অতএব এসব অন্যায় থেকে দূরে থাকা আমাদের নৈতিক দায়িত্ব ।

সূত্র আল কাওছার

বিষয়: বিবিধ

১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File