অপরাধ জগত
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৬ অক্টোবর, ২০১৭, ০৪:২৬:৩১ রাত
অপরাধের অন্ধকার জগতে একবার প্রবেশ করলে নাকি চাইলেও সেখান থেকে বের হয়ে আসা অনেক কঠিন । কারন একজন বেরিয়ে আসলে ভিতরকার কার্যক্রম কিভাবে চলে, কে কত বড় অপরাধে জড়িত সে সব গোপন বিষয় বাইরে প্রকাশ হয়ে যাবার আশংকা থাকে । আবার বিভিন্ন কিছুর ভাগ বাটোয়ারা নিয়ে আন্ডার ওয়ার্ল্ডের খুনাখুনির খবর প্রায়ঃশয়ই মিডিয়ার শিরোনাম হয় ।
পদ-পদবি নিয়ে সমাজের মাথা হয়ে যারা বসে আছেন, দেশের বর্তমান হাল-হাকিকত দেখে কারো কারো হয়তবা তাদের সাথে আন্ডার ওয়ার্ল্ডের অপরাধ জগতের কথা মনে হবে । টপ টু বটম আমলনামা সবার রেডি আছে । অতএব কেউ দলছুট হতে চাইলে বা অন্যের ভাগে চোখ তুলে তাকালে তাকে সূর্নির্দিষ্ট অভিযোগে ঘায়েল করা হবে ।
এসব দেখে অনেক বান্দা রবের শোকরিয়ার ঢেকুর তুলছে । মনে মনে বলছে, ওমাকারু, ওয়া মাকারাল্লাহ। ওয়াল্লাহু খাইরুল মাকিরিন ।
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন