আই এম হেড অব দা গভর্নমেন্ট !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৯ জুন, ২০১৬, ০৯:৫৩:১০ সকাল
প্রধানমন্ত্রী দিন কতক আগে বলেছেন, আমি হেড অব দা গভর্নমেন্ট, আমার কাছে তথ্য আছে কারা গুপ্ত হত্যা করছে !!
পুলিশের এক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকান্ড নিয়ে নিয়মিত নানামূখী খবর রটছে । মিডিয়ার একাংশ বাবুলের স্ত্রীর চরিত্র হনন থেকে নিয়ে স্বয়ং তাকেই স্ত্রীর হন্তারক বানিয়ে ছেড়েছে !! পুলিশের দায়িত্বশীল সূত্রের বরাতে অনেকে সংবাদ পরিবেশন করছে ! অথচ পুলিশ প্রকাশ্যে এক প্রকার চুপ মেরে আছে ।
গতকাল চট্টগ্রাম পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য বিবিসিকে বলেছেন, তারা ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছেন । গ্রেফতার হওয়া ব্যাক্তিরা পেশাদার খুনি !!
গ্রেফতার হওয়া ব্যাক্তিরা পেশাদার কিলার হলে তারা পুলিশের সোর্সের কাজ করছিল কিভাবে ??? দেবদাস ভট্টাচার্য সাহেব খুনিরা যে সরকারী দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী তা কিন্তু উল্লেখ করেননি !! এমন কি অনেক মিডিয়াও তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে পাচ্ছেনা !!!!!
াঅথচ গুন্নু নামক মাজারের এক খাদেমকে ধরে এনে সেইসব মিডিয়ার মাধ্যমে প্রচার করেছিল সে শিবিরের দূর্ধষ ক্যাডার !!!
পেট্রোল বোমায় যখন মানুষ পুড়িয়ে মারা হচ্ছিল, তখন পেট্রোল বোমাসহ যারা ধরা পড়ছিল সবই সরকারী দলের নেতা কর্মী । এখন যারা গুপ্ত হত্যায় ধরা পড়ছে তারাও সরকারী দলের নেতা-কর্মী !!
তাহলে আম জনতা এখন হেড অব দা গভর্নমেন্টকে প্রশ্ন করতে পারে, মাননীয় হেড, আপনার কাছে থাকা তথ্য কি ঠিকমত বাস্তবায়ন হচ্ছে ????
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আব তেরা কেয়া হোগা কালিয়া
কি হতে পারে সামনের ঘটনা ? কালকের গেন্ডারিয়ায় জুম্মার নামাজে কোন কাহিনী ... হিন্দু-মুসলমান রায়ট টাইপ কিছু (আল্লাহই মালুম)
মন্তব্য করতে লগইন করুন