ভাইয়ের জন্ম দিনে বোনের উপহার

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৮ জানুয়ারি, ২০১৬, ০৩:০৭:৩৫ রাত



আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ।

দেখও প্রভু! এক বোনের মন ভাইয়ের জন্য কত কাবু ।

বাবা হারা এতিম বোনের একমাত্র এই ভাইটি

বোনের কাছে অতি প্রিয় অতি আপনজন ভাইটি ।

তাই তো প্রভু নয়নজলে চাচ্ছি আমি তোমার দান

তুমি মোর ভাইকে দীর্ঘ নেক হায়াত করো শুধু দান ।

না হলে প্রভু , বলো আমি আর কোথায় পাব এমন ,

বাবার মত করে আদর ভালবাসা মমতায় ভরা মন ?

তাতেই বোনের সারাক্ষন ভাইয়ের জন্য কাঁদে মন

তুমি অন্তরযামী অন্তরের সবই জানো ,

ভাইয়ের জন্য বোনের মনের গভীরে দিলে এত টান ,

তাইতো প্রভু! ভাইয়ের জন্য মায়ামমতা ভালবাসা সন্মান ।

প্রভু এই রক্তের বাধন ছিড়ে যাবে মরন হলে আমার ,

আমার ভাইকে দাও দু'জাহানে জান্নাতী সুখ তোমার।

বাবার আদরে লালন পালন করেছে এই ভাই আমার ,

এতিমের বোনের শেষ ঠিকানা এই ভাইটি আমার ।

কিশোরী বোনকে বিয়ের দিন বললে ,ভাই তুমি ,

পরকে আপন করতে পারলে ভাইকে পাবে তুমি ।

স্বামীর অসন্মান হবে এমন কাজ করতে করেছে নিষেধ।

আজো স্বামীর সংসারে মেনে চলি ভাইয়ের কত আদেশ ,

পাশে বসে পাতে তুলে দিত যত সব ভাল খাবার ।

ক্লান্ত কপালে আসলে ঘাম মুছে দিত কত বার বার ।

পানিতে ডুবে মুমুর্ষ মরে যাচ্ছিলাম আমি

কত কষট করে শেখালে সাঁতার কাটা তুমি

আজো জীবন বাঁচাতে অথৈ সাগরে সাঁতরাচ্ছি আমি।

পারসি না আমি নয়নের বারিধারা ধরে রাখতে ,

হৃদয়ে গাঁথা ভাইয়ের স্মৃতিগুলো পারিনা তো মুছতে।

ভাইয়ের জন্ম দিনে বোনের এটা উপহার

এর বেশি সামর্থ্য নেই দেবার মত উপহার

প্রভু বাবা ডাকার আগেই কেড়ে নিয়েছ তুমি ,

সেই আদর ভরে দিয়েছ ভাইয়ের মাঝে তুমি ,

ভাইকে তার উত্তম বিনিময়ে আরশের ছায়া দিও তুমি।

ভাইয়ের তরে মোর চোখের জলে লিখা কবুল করো তুমি ।

বিষয়: বিবিধ

১৪৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357161
১৮ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ
২২ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৭
296589
সত্যলিখন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File