সিলেট ভ্রমণ করতে আগ্রহী
লিখেছেন লিখেছেন চোরাবালি ০৩ ডিসেম্বর, ২০১৫, ১১:০১:১৪ রাত
কিছুদিনের মধ্যে সিলেট ভ্রমণে আগ্রহী। অভিজ্ঞরা কিছু জ্ঞান দান করলে উপকৃত হতাম।
বিষয়: বিবিধ
২০৬৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
লিখেছেন লিখেছেন চোরাবালি ০৩ ডিসেম্বর, ২০১৫, ১১:০১:১৪ রাত
কিছুদিনের মধ্যে সিলেট ভ্রমণে আগ্রহী। অভিজ্ঞরা কিছু জ্ঞান দান করলে উপকৃত হতাম।
বিষয়: বিবিধ
২০৬৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাফলং গেলে সিএনজি রিজার্ভ নেওয়ার দরকার নেই। সরাসরি বাসই আছে। জাফলং হতে ফেরার সময় (তিন কিমি দূরত্বে) তামাবিল সীমান্তে ঢুঁ মারতে পারেন।
বিছানাকান্দি আর রাতারগুল একইদিন কাভার করতে পারবেন সিএনজি রিজার্ভ করে। জাফলং, বিছানাকান্দি এসব এলাকায় পর্যটক বুঝতে পারলে বেশ ঠকানোর ধান্ধা করে। নৌকায় ২/৩ হাজার টাকা চাইবে। একটু সামনে এগুলে ২/৩ শ টাকাতেই পাড়ি দিতে পারবেন।
সময় পেলে আমাদের সবুজ শাবিপ্রবিটাও ঘুরে যেতে পারেন! স্বাগতম
সে যাকগ্যা ! আমি একবার গেছিলাম, জার্নি বাই ট্রেন, রাস্তার দুধারের দুনিয়া দেখতে রাতে না গিয়ে দিনেই গেছিলাম । হযরত শাহজালাল রঃ এর কম্পাউন্ডের লাগোয়া দরগাহ ভিউ নামে কম টেকার এক হোটেলে আছিলাম, টেকা কম অইলেও পরিবেশ ভালা ! সিএনজি নিয়া শাহপরানের কবরখানাও গেছিলাম । চমৎকার কি একটি শিশু টাইপের পার্কেও গেছিলাম । বিকালের মালিনিছড়া চা বাগানের সবুজ দেইখাতো আল্লাহর শুকরিয়া এখনো আদায় করেই চলেছি । এত সুন্দর হইতে পারে ! এক সহকর্মীর বাসায় সতকড়া ও চাপিলা মাছ দিয়া সেরাম খাইছিলাম । তাগো গেরামের বারীতেও গেছিলাম ! বর্ষা থাকায় জাফ লং-টং যাইবার পারিনাই । তেমন বেশীকিছু দেইকবার পারিনাই । কিন্তু দারুন উপভোগ্য, মজাদার, স্মরনীয় ভ্রমন ছিল । ফ্যামিলি নিয়া যাইবার আশা আছে ইনশা'আল্লাহ !
মন্তব্য করতে লগইন করুন