যুব সমাজ একটা জাতির মেরুদন্ড;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৮ অক্টোবর, ২০১৬, ০৬:১৮:৪৬ সন্ধ্যা

যুব সমাজ একটা দেশের বর্তমান এবংভবিষ্যৎ কান্ডারী।

যুব সমাজ যদি সঠিক ভাবে সৎচরিত্রবান হয়ে গড়ে ওঠে তাহলেই সমাজ দেশ এবং জাতি সার্বিক উন্নতি লাভ করা সম্ভব।

আর যুব সমাজ যদি সঠিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা না পায় তাহলে চরিত্রবান গড়ে ওঠা সম্ভব হবে না।

সঠিক শিক্ষা ব্যবস্থা হলো যা অর্জনের মাধ্যমে তার কৃতকর্মের জন্য জবাব দিহিতার অনুভুতি জাগ্রত হবে এবংতার ভালো মন্দের বদলা অবশ্যই আছে এই বিশ্বাস অন্তরে বিদ্ধমূল হবে।

তখনই সে চিন্তা করবে যা করতে যাচ্ছে তার বদলা কি হবে ভালো না মন্দ?

মন্দ হলে শাস্তির ভয়ে বিরত থাকবে এবংভালো হলে পুরস্কারের আশায় আরো ভালো করার চেষ্টা করবে।

আর এটা একমাত্র সম্ভব বর্তমান শিক্ষার পাশা পাশি সঠিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালু রাখা।

তাহলেই যুব সমাজের এই অবক্ষয় দুর হবে।

তবে বর্তমান শিক্ষা ব্যবস্থা যারা পরিচালনা করছেন তাদের এটা আগে বুঝতে হবে।

দেশ যেভাবে ধ্বংশের দিকে যাচ্ছে তা আরো এগিয়ে যেতে দিবেন নাকি এর লাগাম টেনে এই সমাজ দেশ জাতিকে রক্ষা করবেন!

আল্লাহ সবাইকে হেফাজত করুন।

বিষয়: বিবিধ

৮৯২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378486
০৯ অক্টোবর ২০১৬ রাত ০৪:০৬
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File