‘এআরসি লিগ্যাসি রিলোডেড’
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ মার্চ, ২০১৭, ০৩:৪৮:৪৫ দুপুর
কোন এক যাদুর কাঠির ছোঁয়ায় বাংলাদেশ আজ প্রতিনিয়তই বদলে যাচ্ছে। ইতিবাচক অগ্রগতি আজ দেশের প্রতিটি ক্ষেত্রে, অদম্য বাঙালি এখন বিশ্ব জয়ের নেশার বুঁদ হয়ে ছুটে চলেছে দুর্নিবার গতিতে। প্রতিনিয়ত স্থাপন করে চলেছে সাফল্যের নব নব মাইলফলক। এরই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে নাসার তত্ত্বাবধানে চলে আসা মঙ্গলগ্রহে জ্বালানি ব্যবহার না করে মানুষের উপযোগী যানবাহনের সন্ধান পেতে ‘নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ’ নামের প্রতিযোগিতার এ বছর অংশ নিচ্ছে বাংলাদেশের ‘এআরসি লিগ্যাসি রিলোডেড’ টিম। দলে রয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছয় শিক্ষার্থী। মাহফুজুর রহমানের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন জসিম উদ্দিন, শশাঙ্ক কুমার প্রামাণিক, চৌধুরী মিফতাহ মাহমুদ, শাবাব ইকবাল ও সিফাত নূর। সিফাত নূর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। বাকি সদস্যরা সবাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। দলটির ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন এআইইউবির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইবাদ জহির। প্রতিযোগিতায় রোভারের (বাহন) কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। রোভারকে পাঠানো হয় একটি রকেটের সাহায্যে। রকেটের ভেতরে রোভারের জন্য রাখা বাক্সের দৈর্ঘ্য ৫ ফুট, প্রস্থ ৫ ফুট ও উচ্চতা ৫ ফুট। এ বক্সের ভেতরে রাখার উপযোগী করে রোভারটি তৈরি করতে হয়। প্রয়োজনে রোভারকে ভাঁজ করা যাবে। রোভারটি মঙ্গলগ্রহে দুজন নভোচারী পরিচালনা করবে। তবে শুধু ধারণা দিলেই হবে না, প্রতিযোগিতায় রোভারটিকে মঙ্গলগ্রহের ভূমির আদলে তৈরি আধা মাইল বিশেষ পথ পাড়ি দিতে হবে। এ জন্য ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে গড়ে তোলা হয়েছে মঙ্গলগ্রহের উপযোগী ভূমি। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৯৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ‘এআরসি লিগ্যাসি রিলোডেড’ টিমটি এআইইউবি রোবটিক ক্রু নামে গত বছর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে অংশ নিয়ে অষ্টম স্থান অর্জন করে। উল্লেখ্য, আগে ‘নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় প্রতিযোগীদের আইডিয়া ভালো হলে সে আইডিয়াগুলোর কিছু কিছু অংশ নিয়ে নাসা নিজে রোভার তৈরি করত। কিন্তু এবারের প্রতিযোগিতায় যে রোভার বিজয়ী হবে সরাসরি সে রোভারটিকেই মঙ্গলগ্রহে পাঠাবে নাসা। দলপতি মাহফুজুর রহমান প্রত্যাশা অনুযায়ী সাফল্য অর্জিত হলে এ প্রতিযোগিতা মঙ্গলগ্রহে সরাসরি বাংলাদেশী শিক্ষার্থীদের তৈরি যানবাহন পাঠানোর সুযোগ সামনে নিয়ে এসেছে। দেশবাসীর প্রত্যাশা ‘এআরসি লিগ্যাসি রিলোডেড’ টিম প্রত্যাশিত ফলাফল অর্জন করুক – বিশ্ব পরিমন্ডলে স্থাপিত হোক দুর্নিবার বাঙালি জাতির আরেকটি বিজয়গাঁথা। এজন্য সকল দেশবাসীকে প্রতিযোগীদের সাফল্যের জন্য দোয়া করতে হবে।
বিষয়: বিবিধ
৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন