এক সংশোধনী বাতিলে এতো অস্থিরতার কি কারন???

লিখেছেন লিখেছেন বাকশাল ১১ আগস্ট, ২০১৭, ০৯:২৬:০৬ রাত



বর্তমান সরকারের আমলেই আদালত তথা সুপ্রিম কোর্টের মাধ্যমে খালেদা বাড়ি হারালেন, বাড়ি হারালেন মউদুদ আহাম্মেদ, যুদ্ধাপরাধের অভিযোগ এনে ফাঁসি দেয়া হলো অনেক কে, বাতিল হলো দেশের সবচেয়ে বড ইসলামী রাজনৈতিক দলের নিবন্ধন, বাতিল হলো সংবিধানের ঐতিহাসিক ৫ম সংশোধনী, ৭ম সংশোধনী, সাথে ১৩তম সংশোধনী বাতিলের মাধ্যমে বাতিল হলো তত্তাবধায়ক সরকারের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা. এ আদালতে রিট খারিজ হওয়ার মাধ্যমে অনেকটা আইনিভাবে জায়েজ করে দিলো ৫ জানুয়ারির ভোটার শুন্য ও পৃথিবির ইতিহাসে বিনা প্রতিদন্ধীতায় ১৫০ এর উপরে নির্বাচিত সংসদ সদস্যদের। যার মাধ্যমেইত ক্ষমতায় টিকে আছে এ সরকার। এত বডবড রায় পেয়েছে যে সুপ্রিম কোর্টের মাধ্যমে আজ হঠাত কেনো এক রায়ে এতবেশি বিরাগভাজন হচ্ছে ক্ষমতাশীলরা? বাংলাদেশের ইতিহাসে প্রথম রায় যেখানে আপিল বিভাগের সব বিচারপতি সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন। তাহলে কি ধরে নিতে হবে আপনাদের কোন ভুল নেই? নাকি সুপ্রিম কোর্ট যে সংবিধানের অভিভাবক এবং ব্যখ্যা প্রধানকারি তা বাতিল হয়ে গেছে? তাহলে “জুডিছিয়াল রিভিউ” কি এদেশ থেকে হারায় গেছে? তাহলে যে বিচারপতির নেতৃত্বে অনেক বডবড রায় পেয়েছেন সেগুলার কি হবে? যদি এ রায় মেনে নিতে না পারেন তাহলে আগের সব রায়গুলা ও কি বাতিল করবেন? সে প্রশ্ন কি বিবেকের কাছে একবার ও রেখেছেন? কিভাবে রাখবেন, এ দেশে যারা রাজনিতি করে তারা তাদের বিবেক কে অন্যের কাছে বর্গা দিয়ে আসেন! সবকিছু সরকারের পকেটে তাই বিচার বিভাগ কেনো মাঝেমাঝে কচ্চপের মতো মাথা বের করবে! এতো বেশী অস্থিরতা অনেক কিছুর আভাস দেয়। এতো অস্থির হওয়ার কিছু নেই, আপনাদের দলীয় শ্লোগান কে রাষ্ট্রীয় শ্লোগানে রূপান্তর করার মতো বিচারপতি ও সুপ্রিম কোর্টে আছে। পরে কোন এক সময় সুযোগ হলে এ ব্যপারে পোস্ট দিবো।

বিষয়: বিবিধ

৭৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383764
১২ আগস্ট ২০১৭ রাত ০৩:৩৭
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
383767
১২ আগস্ট ২০১৭ সকাল ০৯:৫৮
হতভাগা লিখেছেন : এটা মনে হয় নিজেদের মধ্যে সাজানো আরও একটি খেলা । এটাতে জনগনকে ফোকাসড করে পেছন দিয়ে বড় বড় ফাঁকা করে দেওয়া হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File