পিতার পত্র এবং পুত্রের উত্তর!!

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫২:৫৮ দুপুর

স্নেহের আব্দুল,

দোয়া নিও স্নেহ নিও

পরসমাচার,

ঢাকায় গিয়েছ তুমি

চিঠি লিখলেনা আর।

নিরুপায় হয়ে আমি

লিখিতেছি বাপ,

ফুস ফুসে বেড়ে গেছে

প্রেসারের চাপ।

তোমার মায়ের সেই

গলা জ্বলা কাশ,

সিরিয়াস পজিশনে

আছে দুই মাস।

পারুলের কথাই বা

বলব কি আর,

বয়স হয়েছে তার

সময় ও বিয়ার।

বহু দিক হতে

বহু লোকজন আসে,

আমি বাবা একা লোক

কেউ নেই পাশে।

ধার আর হাওলাদে

বেড়ে গেছে ঋণ,

টেনশনে পেরেশানে

কাটে প্রতি দিন।

পরিশেষে দাবী করে

জানাতে চাই,

কিছু টাকা নি দিলে যে

জানে মরে যাই।

ছেলের উত্তর

শ্রদ্ধেয় আব্বাজান,

পত্রে আমার সালাম নিবেন

মাকে আমার সালাম দিবেন

পরসমাচার এই,

কাজের আশায় ঘুরে ঘুরে

কাকের মত ওড়ে ওড়ে

আমি ভাল নেই।

তিলোত্তমা ঢাকার বুকে

মরছি আমি ধুকে ধুকে

চাকরী বাকরী নাই,

নিয়মিত পেপার পড়ি

কত এপলিকেশন করি

পেয়ে যদি যাই।

বোমবাস্টিং বাজার দরে

আজকয়দিন আমার ঘরে

চুলা জলে না

মেসের ভাড়া অনেক বাকী

বুঝতেছি জীবনটা কি

এইভাবে পেটত চলেনা।

এমন দশায় কেমন করে

টাকা পাঠাই কিসের জোরে

উঠাই মাথার চুল,

শেষ করছি আজ এখানে

ইতি আমি আপনার সেই

আদরের আব্দুল।

(সংগৃহীত)

[আমি যখন ১০ম শ্রেণীতে পড়ি,তখন একটি অডিও ক্যাসেটে এটি শুনে ছিলাম।আজ হঠাৎ করেই কবিতাটি মনে পড়ল। তা ই শেয়ার করলাম]

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262578
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
কাহাফ লিখেছেন : কর্মহীন পুত্র ও অভাবী পিতার দুঃখীময় অবস্হা করুণ ভাবে ফুটে উঠেছে কবিতায়। এদের জন্যে কিছুই কি করার নেই সমাজের?
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৯
206393
মাহফুজ আহমেদ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ কাহাফ ভাই কবিতাটির করুন চিত্রটি বুঝার জন্য।
262584
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৫
206566
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে
262607
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
হতভাগা লিখেছেন : দারুন উপভোগ্য ছড়া !

সাথে উপভোগ করছি ব্লগার কাহাফ এবং ব্লগার চোথাবাজের প্রথম কমেন্টকারী হবার লড়াই ।
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৮
206557
কাহাফ লিখেছেন : নিজের আফসোস টাও কি কম উপভোগ্য ব্লগার হতভাগা......?যদিও তা কষ্টকর উপভোগ্য।
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫০
206569
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে উপভোগ করার জন্য।
262837
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভাল লেগেছে, কিন্তু টুডেব্লগে কবিতা বা ছড়া পড়ার মজা নেই! ছন্দ গুলো এলোমেলো হয়ে যায়।
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৪
206565
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৬
206568
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File