প্রবাসী এ মনটা আমার

লিখেছেন লিখেছেন ফাহিমা ০৫ আগস্ট, ২০১৪, ০৪:১৩:৪৭ রাত

আমার এক বন্ধু বলেছিল বিদেশ নাকি অল্প দিয়ে অনেক কিছু নিয়ে নিয়েছে। তখন আমি ওর কথাটা বুঝতে পারিনি। কিন্তু এখন মনে হয় ও ঠিকই বলেছিল। বৃষ্টি হচ্ছে এখানে। এখন কি বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, কে জানে? কাউকে ফোন করে জানারও উপায় নাই, সবাই এখন ঘুমাচ্ছে। আচ্ছা ইংল্যান্ডের বৃষ্টিতে কি কখনো ভিজতে ইচ্ছে হয়েছে? কি জানি মনে পড়ছে না। অথচ বাংলাদেশে বৃষ্টিতে ভেজা নিয়ে আম্মুর কাছে কত যে বকা খেয়েছি তার ইয়ত্তা নেই।

আরেক বন্ধু বলেছিল যে দেশকে ভালবাসতে হলে নাকি বিদেশে আসতে হবে। আমরা সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। সবার মনেই একই প্রশ্ন তাহলে কি দেশে থাকতে আমরা দেশকে ভালবাসতাম না? কি জানি তখন সবাই মাসে কতবার হরতাল হল, রাস্তায় কত ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়, প্রতিদিন কয় ঘণ্টা করে লোডশেডিং হয় ইত্যাদি ভাবতে ভাবতেই দিন কাটাত তাই হয়ত কত ভালোবাসি তা ভাবার সময় হত না।

আবারও রমজান মাস চলে গেল। এ দেশে তো রমজান মাস বোঝাই যায় না। আর বাংলাদেশের রমজান মাসে সেহেরীর সময় এলাকায় এলাকায় থালা বাসন পিটিয়ে সবাইকে ঘুম থেকে তোলা, ইফতারের সময় চারিদিকে এক অন্যরকম ব্যস্ত সময়, কেনাকাটার ধুম, শবেবরাত-শবেকদরের রাতে রাত জেগে নামাজ পড়া সে এক অন্যরকম পরিবেশ।

হয়ত সেই বন্ধু ঠিকই বলেছিল। এদেশ টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, দিয়েছে পায়ের তলায় শক্ত মাটির অস্তিত্ব কিন্তু এর জন্য মূল্য দিয়েছি অনেক। অনেক কাটিয়েছি বিরহের সময় আরও অনেক কাটাতে হবে। মাঝে মাঝে হয়ত প্রবাসের চিঠির মত স্বদেশ তোমার দুএকটা খবর নিয়ে আলোচনায় বসব। তবু অধিকাংশ সময়ই তুমি আমার কাছে এক না পাওয়ার ব্যাথা, যেন সে আছে তবু বহু দূরে, যেন তাকে ইচ্ছে হলেই ছোঁয়া যায় না। মাঝে মাঝে রাত জেগে তোমার কথা ভাবি আমি। ভাবি একদিন ফিরে যাব। একদিন আবার সেই শহরে সেই রাস্তায় তোমার সাথে মিলব আমি। একদিন আবারও ঝুম বৃষ্টিতে ভিজব আমি মায়ের বকুনি উপেক্ষা করে। একদিন আবার কাল বৈশাখী ঝরে দাদু বাড়ীতে গিয়ে আম কুড়াব। একদিন আবার পদ্মার পাড়ে ইলিশ খেতে যাব। পালা পার্বণে শাড়ি পরে, হাতে চুরি, কপালে টিপ দিয়ে উৎসব করব। একদিন আবার বাঙ্গালী হব। কিন্তু তাহলে কি এখন আমি বাঙ্গালী নই? অবশ্যই আমি বাঙ্গালী। হয়ত এত নানা রঙের মানুষের ভিড়ে নিজেকে খুঁজে পেতে সময় লাগে তবু আমার অস্তিত্বের ভেতর থেকে এখনও আমি বাঙ্গালী আর আজীবন বাঙ্গালীই থাকব।

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251070
০৫ আগস্ট ২০১৪ রাত ০৪:১৪
বুড়া মিয়া লিখেছেন : হ্যা, ঢাকায় বৃষ্টি হচ্ছে ...
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৪
195343
ফাহিমা লিখেছেন : ধন্যবাদ
251075
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৫:০১
বাজলবী লিখেছেন : প্রবাস থেকে দেশের ফেলে অাসা স্মৃতি গুলো মিস করি বারে বারে। খুব সুন্দর লিখেছেন।
ভালো লাগলো ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৫
195344
ফাহিমা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে Happy
251089
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৭:১৯
ওরিয়ন ১ লিখেছেন :
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৫
195345
ফাহিমা লিখেছেন : Worried
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৬:৫৭
195940
কাহাফ লিখেছেন : 3:-O 3:-O 3:-O 3:-O 3:-O 3:-O 3:-O
251096
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৮
হতভাগা লিখেছেন : অমৃতে অরুচি
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৬
195346
ফাহিমা লিখেছেন : অমৃত বলে কিছু আছে নাকি?Surprised
251104
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৭
195347
ফাহিমা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ Happy
251123
০৫ আগস্ট ২০১৪ সকাল ১১:২৬
প্রবাসী মজুমদার লিখেছেন : ঠিক কইছেন।
হাড়ে হাড়ে টের পাচ্ছি। হাজারো অমানুষের ভীড়ে যেন আরও কঠিন হয়ে গেলাম। ধনবাদ।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩০
195348
ফাহিমা লিখেছেন : কঠিন ঠিক না তবে মাঝে মাঝে হাজারের মাঝেও বড় একলা একলা লাগে :(
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৬:৫৬
195939
কাহাফ লিখেছেন : প্রতি কণিকায় .............। আমি তো পাথর হয়ে যাচ্ছি প্রবাশী মজুমদার ভাই..........।
251179
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৫
আফরা লিখেছেন : প্রবাসে না এলে বুঝা যায় না দেশ আর দেশের মানুষের প্রতি ভালবাসা।
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৬
195420
ফাহিমা লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে Happy
251769
০৭ আগস্ট ২০১৪ রাত ০২:০৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রবাসীদের মনের যন্ত্রনা দেশের মানুষেরা বুঝেনা।

ধন্যবাদ।
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৫:০৮
195923
ফাহিমা লিখেছেন : আসলে চোখের আড়াল হলে মনের আড়াল হয় এই কথাটা হয়ত প্রবাসীদের জন্য প্রযোজ্য। অনেক ধন্যবাদ Happy
255923
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File