'ক্লু-লেস' নাকি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে?

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ৩১ মার্চ, ২০১৫, ০১:৫৭:৩৫ রাত

'ক্লু-লেস' নাকি

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে?

-------

অভিজিত হত্যা কান্ডের কোন ক্লু পায়নি বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ।

আজ ওয়াশিকুরকে কুপিয়ে পালানোর সময় পথচারীদের সহায়তায় জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করে পুলিশ৷ জিকরুল্লাহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র আর আরিফুল ইসলাম মিরপুর দারুস সালাম এলাকার দারুল উলুম মাদ্রাসার ছাত্র৷ তারা বলছে, ব্লগ কি তা তারা বুঝেই না।

প্রস্ন হচ্ছে,তাহলে তারা কেন খুন করলো ওয়াশিকুরকে?

উত্তরে তারা যা জানিয়েছে তা হলো, একজন হুজুরের আদেশে তারা খুন করেছে ওয়াশিককে।হুজুর তাদেরকে বলেছেন যে, সে ইসলামের বিরোদ্ধে লেখে।

কে সেই হুজুর?

কেন উনার নাম -পরিচয় এখনো জানানো হচ্ছে না?

সংশয়ঃ ' ক্লু ' সহ ধরা পরার পরও এটা একটি 'ক্লু-লেস' কেইস হয়ে যাবে নাতো?

প্রতিটি খুনেরই সুষ্ঠ তদন্ত হওয়া উচিত বলে আমি করি।

তা না হলে যে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চলে যাওয়ার সম্ভবনা থাকে।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311964
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এরাই বা কেমন ব্লগার? জাস্ট মুক্তমণা, সামু, প্রথমআলোতে দু-৩টা আইডি খুললে তারপর ব্লগার টাইটেল নিয়ে ফেসবুক ভিত্তিক প্রচারণা চালায়। ধর্ম নিয়ে দুদিন গালাগালি করলেই হিন্দুরা ফ্রেন্ড বানিয়ে নেয়, সমর্থন যোগায় আর মুসলিমরা গালাগালি দেয়ার জন্য তাদের ফলোয়ার হয়। হিন্দুরা ইসলামের সমালোচনায় ব্যাপক উল্লসিত হয় আর মসুলিমরা নিয়মিত গালাগালি করে মনের ঝাল মেটায়। ব্লগার টাইটেল নিয়ে হয়ে গেল নামডাক। কয়েকহাজার ফলোয়ার, ফ্রেন্ডস আর মস্তিষ্ক বিকৃত ফেসবুকীয় পোস্ট পাবলিক ফিগার। বলদের দল ।
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
253095
রাজিবুল হাসান লিখেছেন : ভাল বলেছেন।
312007
৩১ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কয়টা ব্লগ লিখে ব্লগার হওয়া যায়!!
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
253096
রাজিবুল হাসান লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File