প্রতিভাবান....! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৪ জুলাই, ২০১৬, ০৩:৫০:০৫ রাত



যার ভিতরে প্রতিভা আছে

তার ব্যস্ততার নেই শেষ,

তার প্রতিভার সেবা পেতে

অপেক্ষায় পুরো বাংলাদেশ।

Rose

প্রতিভাবানেরা ব্যবহার হয়

সমাজ গঠনের হাতিয়ার রূপে,

সে নিজেকে বিলিয়ে দিয়ে গরীব

অসহায়ের হাসি মুখ দেখে নিঃচুপে।

Rose

প্রতিভাবানেরা অলস নয় তাদের

ভিতরে দাড়ানোর তাড়া দুর্বলের পাশে,

দুর্বলের একটু খুশিতে প্রতিভাবানের

মন উচ্চ প্রাপ্তি ভেবে হাসে।

Rose

এই প্রাপ্তির জন্য প্রতিভাবানের

হাড়ভাঙ্গা প্ররিশ্রম কেউ বুঝে কেউ বুঝেনা।

প্রতিভাবানের প্রতিভা থামাতে

কারো কারো বুকের ভিতরে চাপা কান্না।

Rose

দেশের জন্য দশের জন্য ভেবে

প্রতিভাবানের পথ চলা দুর্বার,

প্রতিভাবানের ইচ্ছে আছে মনের

গহীনে মানুষত্বের ঋণ সুধরাবার।

Rose

মানুষ সেরা জীব প্রমাণ

করিতে চাই কাজের মাধ্যমে সে।

প্রতিভাবানের পথ চলা

একান্ত আল্লাহকে ভালোবেসে।

Rose

বিঃদ্রঃ লেখাটি আমার চোখে দেখা সেরা একজন প্রতিভাবানকে উৎসর্গ করলাম।

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375169
২৪ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
375212
২৫ জুলাই ২০১৬ রাত ০৩:২৭
কুয়েত থেকে লিখেছেন : প্রতিভাবানেরা ব্যবহার হয় সমাজ গঠনের হাতিয়ার রূপে ভালো লাগলো অনেক ধন্যবাদ جزاك الله خيرا وشكرا

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File