ক্ষমতা পর্যন্ত দেশের অতিথি....!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ জুলাই, ২০২৩, ০৭:১৫:৫৪ সন্ধ্যা
অভিযোগ, কখনো গ্যাস চায়
কখনো সেন্টমার্টিন দীপ,
বাস্তবতা, চট্টগ্রাম বন্দরে পা রাখতে
দেয়া যেন আলোর প্রদীপ!!
দেশের স্বার্থ বিকিয়ে
ক্ষমতা চাইনা, কথার কথা,
তিস্তা, ফারাক্কা, টিপাই মুখ বাঁধ
প্রতিবাদহীন, দেশপ্রেমিক হৃদয়ে ব্যথা।
কাঁটাতারে ফেলানীর ঝুলান্ত লাশ
এখনো চোখে ভাসে,
যা দিয়েছি সারা জীবন মনে রাখবে
এহেন বয়ানে -হুতুম পেঁচাও হাসে।
প্রয়োজনে তত্ববধায়ক সরকারের
জন্য আন্দোলন ছাড়হীন,
প্রয়োজনে তত্বাবধায়ক চোখের সুল
কথাবার্তা লাগামহীন!
গর্ববোধ, গনতন্ত্রের মানসকন্যা,
জনগণই উৎস সকল ক্ষমতার,
বিনাভোটে ১শ তিপ্পান্ন ও রাতের
ভোটে ক্ষমতায়! জনগণের হাহাকার!
কেন আমরা নিজেদের সমস্যার
নিজেরা করতে পারিনা সমাধান?
কেন সুষ্ঠু ভোটের জন্য ভিসানীতি
উভয়ের পক্ষে নেবার "রশি" টান?
সরকার বলে ভিসানীতি বিরোধীদের
জন্য, বিরোধীরা বলে সরকারের জন্য!
মাঝখানে জনগণের কান ঝালাপালা
ক্ষমতার জন্য দেশের সম্মান যেন নগন্য!
জনগণের কথা হলো আমরা
সঠিক হই, প্রতিষ্ঠান শক্তিশালী হোক,
গ্যাস-বন্দর দেয়ার প্রশ্ন থাকবেনা
বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছুক।
বাইরের কাউকে ঋণী করে
ক্ষমতায় আশিন, দেশের জন্য ক্ষতি,
নেতারা কেন জনগণের কাছে
ঋণী হয়ে করবোনা দেশের উন্নতি?
জনগণ কেন কথায় থাকবে
কাজে বিদেশ প্রীতি?
দেশের টাকা বিদেশে প্রাচার,
যেন ক্ষমতা পর্যন্ত দেশের অতিথি!
দেশের অতিথিকে দেশপ্রেমিক হিসেবে
আর কতো পুষে রাখবো আমরা?
সত্যিকারের দেশ প্রেমিকের খোঁজে
সাজানো হোক সুষ্ঠু ভোটের পশরা।
বিষয়: বিবিধ
৫০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ,
মা-শা আল্লাহ
মন্তব্য করতে লগইন করুন