¤¤ বিভ্রান্তী ¤¤

লিখেছেন লিখেছেন সালমান আলী ফাহিম ২২ জুলাই, ২০১৪, ০৮:২৯:৪৫ রাত

আসসালামুআলাইকুম । ইনশাহল্লাহ ,সবাই ভালোই আছেন । রমজান মাস আর এই রমজান মাসে সবাই তো কম বেশি ইবাদাত বন্দেগী নিয়ে ব্যস্ত ।ইফতারি আমরা কম পক্ষে ৯৯ ভাগ লোক বাসায় খুলি । তাই ইফতারির আগে তো সবাই টিভি দেখেন ?তাই না কেউ বা সুরা শুনেন কেউ বা অন্য কিছু । তবে বলব সব চ্যনেলে এগুলো শুনা ঠিক না ।এমন ও হতে চলছে আপনি যাকে এত ভালো মানুষ ভাবেন যার অতি ভক্ত একটি বার চিন্তা করুন সে কি আসলেই এটার যোগ্য ? সে কি আপনার সাথে প্রতারনা করছে কি না ? সে যে সত্য বলছে এটার কি প্রমান আছে ? না এগুলো আমরা বিবেচনা করি না । কারন ,ঐ যে বিশ্বাস ? তবে কী আপনি ভুল করছেন না যে উনাকে শ্রদ্ধা করে ? ভুল আমল শিখে ? মিথ্যা হাদীস শুনে ।

হয়তো আমাকে অনেকেই বলবে কেন অপরের ভুল ধরছি ? কেন নিজে ঠিক হচ্ছি না ? আমি বলি আপনাদের কথা অবশ্যই মানি । অবশ্যই ঠিক কথা কেন অপরের ভুল ধরব ।তবে , সকল মুসলমান ভাই রা এবং বোনেরা শুনেন এটা ইসলাম আপনি এটাকে মূল্যহীন ভাবতে পারেন না ।একজন ভুল বললে অবশ্যই অপর মুসলমানের উচিত ভুল ধরিয়ে দেয়া ?যা আমি করছি । এবং রোজা নিয়া কথা গুলো লিখলাম অবশ্যই মিথ্যা লিখিনি । মুসলমানদের বিভ্রান্ত করার প্রচেষ্টা বিধর্মীদের ,তারা এই জন্য আমাদের কিছু ইমাম দিয়ে এই পরিকল্পনা চালাচ্ছে ।তারা আমাদের আলাদা করতে চায় ।

তবে হাদীস এ আছেঃ এক মুসলিম অপরকে এমন ভাবে দেখবে যে তার পুরো শরীরে কোন অংশ ব্যথা হলে যেমন অনুভূতি হয় ।

লেখকঃEng Salman Ali Fahim

বিষয়: বিবিধ

৯২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247338
২২ জুলাই ২০১৪ রাত ০৯:৩৮
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
247366
২২ জুলাই ২০১৪ রাত ১০:১৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
247802
২৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৮
সালমান আলী ফাহিম লিখেছেন : ধন্যবাদ Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File