চারদিনা, চল্লিশা বা চেহেলামি মৃতের উপকার করবে না, আপনার পরকাল ধ্বংস করবে।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৫ অক্টোবর, ২০১৪, ০৬:২২:৫৬ সন্ধ্যা

আমাদের দেশের মানুষ আত্মীয় মারা গেলে চারদিনা বা চল্লিশা খুব আয়োজন করে খাওয়ায়। ভাবা হয় এতে মৃত ব্যাক্তি শান্তি পাবে বা তার সওয়াব হবে। যেনে রাখেন চারদিনা বা চল্লিশা খাওয়ালেন আপনার মৃত আত্মীয়র কোন উপকার নাই। বরং আপনার জন্য এটা গুনা। চল্লিশা বা চারদিনা খাওয়ালেন মানে আপনি আপনার পরকাল ধ্বংস করলেন। কারন চারদিনা বা চল্লিশা পালন করা বিদাত। বিদাত মানে ধর্মে নতুন বানানো পদ্ধতি। কোরান- হাদিসের কোথাও চারদিনা বা চল্লিশার কথা লিখা নাই। তবে মৃতের আত্মীয় স্বজনদের দান- খাইরাত করতে বলা হয়েছে। সে দান- খাইরাত করার জন্য নবি বা আল্লাহ চল্লিশ বা চার বলে কোন দিন ঠিক করে দেননি। অনেকে হয়তো বিদাতের( নতুন পদ্ধতি) ব্যাপারটা খুব হালকা ভাবে নিচ্ছেন। তাদের জন্য ১টা হাদিস........................

সাহাল বিন সাদ (রা.) বলেনে,”আমি নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি যে,(যখন আমি হাউজে কাউসারের পানি পান করাব তখন) “অবশ্যই আমার কাছে এমন কিছু লোক আসবে যাদের আমি চিনি, এবং তারাও আমাকে চিনতে পারবে। অত:পর তাদের ও আমার মাঝে আড়াল করে দেয়া হবে। তখন আমি (ফেরেস্তাদের) বলব-এরাতো আমার উম্মত!” তখন আমাকে বলা হবে-আপনি জানেন না যে, তারা আপনার পর কি সব নতুন নতুন কাজের আবিস্কার(বিদাত) করেছে। অত:পর আমি বলল-”যারা আমার পর আমার দ্বীনের পরিবর্তন সাধন(বিদাত) করেছে, তারা দূর হোক, তারা দূর হোক( সুহকান, সুহকান)।”-[বুখারী শরীফ, হাদিস নং-৬৬৪৩]

এখানে দেখেন নবি(সঃ) বলেছেন তিনি দলটিকে উম্মত( follower) বলে চিনবেন। অর্থাৎ তারা নামাজ- রোজা, হজ ,যাকাত সব পালন করবে। দাঁড়ি রাখবে, টুপি পরবে। তারপরেও তাদের তাড়িয়ে দিবে কারন তারা বিদআত করেছে। এখন দেখেন চারদিনা চল্লিশা করবেন কি করবেন না..................

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274758
১৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু ভাই একেবারে বন্ধ হলে পেট ভরে মেজবানি গরুর গোস্ত খাব কেমনে????
274759
১৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৫
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত; ভালো লেগেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File