ছাত্রলীগ সিলেট সরকারী কলেজ

লিখেছেন লিখেছেন খায়রুল ইসলাম ১৭ জুন, ২০১৪, ১২:০৭:৫২ রাত



অস্ত্রই যাদের একমাত্র পরিচয়

একমাত্র নির্ভরতা ।

অস্ত্র ছাড়া চলাই যাদের পাপ।

তাঁদের কাছে স্বাধীনতা আর

গনতন্ত্র ধংশ করে দিয়ে বাকশাল

কায়েম করার মাঝে কোন পার্থক্য নেই।

বংবন্ধু ছিল সেই বাকশালের নায়ক

যে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে স্বাধীন বাংলাদেশের

নায়ক হতে চেয়েছিল। যা বাংলাদেশের মানুষ

বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু যখন দেখলেন এক

গণবিস্পুরনের হাতছানি ঠিক তখনই বাকশাল

কায়েম করে একনায়ক হতে চেয়েছিলেন

কিন্তু না তা আর বেশীদিন ঠিকে থাকতে পারে নাই।

এক নিষ্ঠুর ভুমিকম্প তছনছ করে দিল বাকশালের

সাম্রাজ্য ।

জীবন যেখানে নির্জীব সেখানে জিবনের উচ্ছলতাকে

সজীবতায় রুপান্তরিত করে মিথ্যে ক্ষমতার মোহে

অন্ধ হয়ে জাওয়াটা নিরেট বোকামি আর খেয়ালি ছাড়া

আর কি হতে পারে ।

বিষয়: বিবিধ

১৫২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235625
১৭ জুন ২০১৪ রাত ১২:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যারা দেশের মানুষের অধিকার কেড়ে নেই তারা আর যাই হোক গণতন্ত্র বুঝতে পারে না।
সিলেট থেকে এরকম নিয়মিত লিখবেন জনাব ,,


235630
১৭ জুন ২০১৪ রাত ০১:০৮
খায়রুল ইসলাম লিখেছেন : আল্লাহ তাওফিক দান করলে ইনশা আল্লাহ @শাহীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File