সহকর্মীদের কাছে আমার প্রশ্ন ?? আমাতুল্লাহ পারভীন (শহীদ আব্দুল কাদের মোল্লার কন্যা।)

লিখেছেন লিখেছেন খায়রুল ইসলাম ৩১ মে, ২০১৪, ১১:৫৫:১৩ রাত



আব্বু, শহীদ হওয়ার পূর্বে গত ৪ বছর মামলার বিভিন্ন প্রয়োজনে অনেক শুভাকাংখীর সাহায্য পেয়েছি।বিশেষ করে আইনজীবীদের কথা না বললেই নয়। আবার অনেকের অসহযোগিতাও পেয়েছি। তবে একটি প্রশ্ন আমাকে খুব কাঁদায় আর তা হল আব্বুর অনেক সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের বন্ধু, সাংবাদিক বন্ধুরা উনার শহীদ হবার পর উনার উপর ডকুমেন্টারি তৈরীর জন্য, উনার পারিবারিক জীবন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য অস্থির হয়ে গেছেন। অথচ এই ৪ বছর আব্বুর এই সব তথাকথিত সাংবাদিক, বুদ্ধিজীবি বন্ধুরা একটি বারের জন্য এইটা বলার সাহস করেননি যে আমার আব্বু আব্দুল কাদের মোল্লা একজন নির্দোষ, নিরপরাধ মানুষ ছিলেন। ছিলেন তাদেরই সহপাঠী,বন্ধু, সহকর্মী।

আব্বু যখন কারাগারে বসে আওয়ামিলীগ সরকারের প্রহসনের বিচার সহ্য করছিলেন তখন তাদের বিবেক একটিবারের জন্যও তাদের নাড়া দেয়নি আমার আব্বুর পক্ষে দুটি কথা বলাবার বা লিখবার জন্য। আব্বুর তথাকথিত এইসব বন্ধু, শুভাকাংখী, সহকর্মীদের কাছে আমার প্রশ্ন, আপনারা কিসের অপেক্ষা করছিলেন? আমার আব্বুকে মিথ্যা অভিযোগে হত্যার পর স্মৃতিকথা লিখবার?

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File