মানব চরিত্র কত প্রকার এবং কি কি?

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ২৫ জুলাই, ২০১৪, ০৪:৪৫:৪০ বিকাল

১. হ তরে কইছে!! :D

এই টাইপের মানুষজন মনে করে দুনিয়াতে একমাত্র তারাই সঠিক বাকী সবাই ভুল। নিজেদেরকে তারা সবজান্তা ভাবে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও অনেক কিছু শিখার আছে তার কাছ থেকে।

অনেকটা খালি কলসি বাজে বেশি টাইপ।

২. বড় ভাই যা কয় তাই ঠিক!! এই টাইপের মানুষদের কোন নিজস্বতা নাই।

বাকিদের তেল মেরে এদের দিন কাটে।

আল্লাহ উনাদের হেদায়েত করুক।

৩. সুবিধাবাদী!!

এই টাইপের মানুষদের একটা কমন বুলি,

"এই ব্যাপারে আমি আপনার সাথে সহমত"।

যে দিক বেশি ভারি পাল্লা থাকে তারা ওইদিকেই থাকে। গা বাচিয়া চলে সবসময়।

৪. ঠোঁটকাটা এই টাইপের মানুষরা মুখে যা আসে সরাসরি সেটা বলে দেয়। এরা খারাপ ভালো কিছু চিন্তা করেনা এবং মনে কোন কথা রাখেনা। এজন্য আশেপাশের মানুষ জন এদের খুব একটা দেখতে পারেনা। শত্রু তৈরি হবার সম্ভাবনা এদের অনেক বেশি।

৫. জেদি এই টাইপের মানুষ একটু একগুঁয়ে স্বভাবের।

এরা অতি আহ্লাদে বড় হয়। তাই কোন কিছু এদের অনুকূলে না হলে এরা সহজে তা মানতে পারেনা।

আমি এটা চাই তো ব্যাস চাই আর কোন কথা না। তুমি মরো আর বাঁচো আমার এটা লাগবে ব্যাস।

৬. মিচকা শয়তান!!

এই টাইপের মানুষ জন সেই লেভেলের খারাপ হয়ে থাকে। এদের কাজ হচ্ছে কাঁটা ঘায়ে নুনের ছিটা দেয়া।

সেই লেভেলের বদ প্রকিতির মানুষ এরা। এদের আপনি যাই বলেন কোন লাভ নাই খালি দাত কেলাইয়া হাসে।

আর খালি পারে অন্যদের খুচাইতে। আপনি যখন বিপদে পড়বেন এরা তো আপনাকে বাঁচাবেই না বরং আপনার অবস্থা দেখে হাসবে।

এরা হইলো বদের বদ, শয়তানের শয়তান, খচ্চরের খচ্চর।

৭. আমি হইলাম জনমদুঃখী এই টাইপের মানুষদের দেখলে মনে হবে দুনিয়ার সকল কষ্ট আল্লাহ যেন এদের দিছে। এরা মুখটাকে সব সময় বাংলার পাঁচের মতো করে রাখে। :( :( যেকোন উৎসব বলেন, অনুষ্ঠান বলেন এদের মুখ থেকে বিষণ্ণ ভাব কখনো যায়না। :(

৮. আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এই টাইপের মানুষ হলো শান্তিপ্রিয়। এরা কারো সাথে লাগতে যায়না। চুপচাপ স্বভাবের।

৯. আমি হইলাম রাজু মাস্তান সুতরাং সাবধান নাম শুনেই বুঝতে পারছেন এদের ধরন। কথায় কথায় ঝগড়া,মারামারি করা এদের স্বভাব। “একবার কইছি তো কইছি এলা ফুট, নইলে এখানটাতে মারবো একবারে শ্মশানে গিয়ে পরবি”। ভাইজান ডরাইছি এইবারের মতো মাফ কইরা দেন।

১০. ছাগলের তিন নাম্বার বাচ্চা এরা একটু আবাল টাইপের। কি যে তারা করে নিজেরাই জানেনা। তাদেরকে নীল রঙের একটা জামা দেখিয়ে যদি বলা হয় ,বলতো এইটা কি রঙ? সে বলবে- নীল। আপনি যদি বলেন তরে কইছে এইটা সবুজ রঙ। প্রতিউত্তরে সে বলবে , তাইলে মনে হয় এইটা সবুজ রঙ্গই হবে।

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248101
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগল। অনেক কিছু জানলাম। তবে আমি যে কোন টাইপের ভিতর পড়ি নিজেই জানি না। Sad Sad
248108
২৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
হতভাগা লিখেছেন : আপনার টাইপ কোন টা ?
248111
২৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
আফরা লিখেছেন : ও......মা মানুষের ও কত্ত টাইপ ।
248125
২৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
নীল জোছনা লিখেছেন : Worried Worried Worried Worried Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File