যেভাবে কল্যাণ রাষ্ট্রের ধারণা বিলুপ্ত হচ্ছে

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৫২:৪৬ দুপুর

কল্যাণ রাষ্ট্রের ধারণা আধুনিক রাষ্ট্রব্যবস্থার অনন্য গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের দেশে এই কল্যাণ রাষ্ট্রের ধারণা বিলুপ্ত হতে চলছে। নতুন প্রজন্ম বেড়ে উঠছে কতৃত্ববাদী রাষ্ট্রের ধারণা নিয়ে। রাষ্ট্রের শাসক ও প্রশাসনকে খোদায়ী ভক্তি প্রদর্শন ও মান্য করার একটি মানসিক ট্রামা ইতো মধ্যে তৈরি হয়ে গেছে। সরকারের সমালোচনা ও রাষ্ট্রদ্রোহিতা একাকার করে ফেলা হয়েছে। পুলিশ র‍্যাব যেন ফেরাউন-নমরুদের মত অসীম ক্ষমতা চর্চার জায়গা। তারা নিজ হাতে তুলে নিয়েছে গনমানুষের জীবন-মরণের ফয়সালার ভার। পরিবারের সদস্যদের চোখের সামনে বাড়ী থেকে তুলে নিয়ে যাচ্ছে ডিবি নামের জগন্য হায়েনা, পরে স্বীকারও করছে না তারা তুলে নিয়ে গেছে। দিন পর দিন, মাসের পর মাস যায় তুলে নিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ মিলে না। কারো কারো লাশ পাওয়া যায়। কেউ পুলিশ হেফাজতে বন্দুকযুদ্ধে নিহত হয়! সরকার যন্ত্রের এই নিয়ে কোন মাথা ব্যাথা নেই। থাকবে কেন? সরকারের স্বার্থে পুলিশ-র‍্যাব এই কাজ করছে। গুম হওয়া , নিখোঁজ হওয়া ব্যক্তির আত্মীয়দের মনের অস্তিরতা, কষ্ট ও ট্রামা বুঝার শক্তি র‍্যাব-পুলিশের নাই হয়ে গেছে। সংবিধানের কোন বিধান র‍্যাব-পুলিশকে গুম করে নাই করে ফেলার অধিকার দিয়েছে?

দশ টাকার চাল খাওয়াইয়া মানুষের মনের আগাত, অস্তিরতা, গুম, খুন হওয়ার ট্রামা মুছে ফেলা যাবে না। দশ টাকার চালের চেয়ে এখন বেশী দরকার গনমানুষের জীবনের নিরাপত্তা। খেয়ে না খেয়ে যেন শান্তিতে ঘুমাতে পারে। ছেলে হারানো, বাবা হারানোর বেদনা নিয়ে যেন দিনাতিপাত করতে না হয়। দরকার কথা বলার স্বাধীনতা, অভিযোগ দায়েরের সুযোগ। আজ পুলিশের কাছে গেলে কোন অদৃশ্য ইশারায় নিখোঁজ নাগরিকের জিডি পর্যন্ত নিতে চায় না। যে রাষ্ট্র তার নাগরিককে বন্দুকের নলের ভয় দেখায়, নিজের অভিযোগ উত্তাপনের সুযোগ দেয় না, জীবনের নিরাপত্তা দিতে পারে না তাকে কেমনে বলি কল্যাণ রাষ্ট্র?

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File