সতর্কতা - ৩ (সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে বিদেশি ডাক্তার এনে প্রতারনা)

লিখেছেন লিখেছেন আতিক খান ২৩ আগস্ট, ২০১৪, ০৯:০০:৫২ রাত

গত পরশুর ঘটনা। ফোন পেলাম এক আত্মীয়াকে ভারতের বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর ব্যবস্থা করে দেয়ার জন্য। দৈনিক আজাদির ভিতরের পাতায় বিজ্ঞাপন দিয়েছে।

বিজ্ঞাপনে দেখা গেল ভারতের দেবি শেঠি হাসপাতালের ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার জিইসি মোড়ের কাছে আমাদের বাসার কাছেই একটা অফিসে মাত্র ২ দিন ২২-২৩ অগাস্ট চিকিৎসা পরামর্শ দিবেন। আগ্রহীরা ১০০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নিউরলজি, কিডনি আর অর্থপেডিক বিশেষজ্ঞ। আমার আগ্রহ নিউরলজির ডাক্তার।

ফোন দিয়ে জানলাম ডাক্তার প্রতি দিনে ৩০ জন করে ৬০ জন রেজি করে ফেলেছে। তাই পরে ফোন করে অতিরিক্ত রোগী হিসেবে রেজি করার জন্য বলা হল। ভিতরের পাতায় বিজ্ঞাপন আর ভারতীয় ডাক্তার দেখেই সন্দেহ তৈরি হল। আমাদের বন্ধুরা বিদেশে গিয়ে ওখানকার ডাক্তারি কোর্স না করে রোগী দেখার অনুমতি পায়নি, আর এরা কিভাবে এসে মাত্র রোগী দেখে? আর এদের দেখালে রোগী পরে ফলো আপ কিভাবে করবে? সেজন্য কি ভারত যেতে হবে?

এক ডাক্তার বন্ধুকে ফোন দিলাম। বন্ধু ও আমার সাথে একমত পোষণ করল। শেষ পর্যন্ত গতকাল আর রেজি করলাম না। আর আজ পত্রিকার পাতায় দেখি হেডলাইন হয়ে গেছে ব্যাপারটা............।।

মজার ব্যাপার এই ডাক্তাররা (বা প্রতিনিধি) অনেকে বিদেশি হাসপাতালের প্রমোশনাল ট্যুরেও আসেন। কিন্তু রোগী দেখার নিয়ম নেই। এরা কিন্তু বিভিন্ন সাজেশন দিলেও টাকা নেননি। নিয়ে পকেট ভারী করে ব্যবসা করেছে এখানকার অফিস খুলে বসা দালাল বা মিডিয়া।

সংক্ষেপে খবরঃ

স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএমডিসির (Bangladesh Medical & Dental Council) অনুমতি ছাড়াই ভারতের চিকিৎসক এনে চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে চট্টগ্রাম নগরীতে একটি ভারতীয় চিকিৎসা তথ্যকেন্দ্রে অভিযান চালানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওআর নিজাম রোড আবাসিক ৪ নম্বর সড়কের আনসারী হাইট ভবনের নিচতলায় এপোলো ইনফরমেশন সেন্টারে এ অভিযান চালায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল। এসময় ওই সেন্টারের প্রধান নির্বাহী মারুফ আজাদকে আটক করা হয়।

সূত্র জানায়, আগত দুজন কোলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের সাথে যুক্ত কিনা কিংবা তারা আদৌ চিকিৎসক কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তাদেরকে টেকনিশিয়ান বা সেই পর্যায়ে কর্মরত বলে মনে হয়েছে। সূত্র জানায়, নিজেকে এপোলো ইনফরমেশন সেন্টার, চট্টগ্রামের সিইও হিসেবে উল্লেখ করে মারুফ আজাদ কেন ভিজিটিং কার্ডে এপোলো হাসপাতাল চেন্নাই লিখা ও লোগো ব্যবহার করছেন, জিজ্ঞাসাবাদে সে সম্পর্কে কোন সদুত্তর দিতে পারেননি তিনি। এই কার্ড দিয়ে তিনি রোগীদের সাথে প্রতারণা করে যাচ্ছেন।

অভিযানকালে ভারত থেকে আসা ডা. পার্থ প্রতিম বিষ্ণু ও তার ম্যানেজার অর্ণব ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করে এনএসআই। তাদের ভিসা ও পাসপোর্ট পরীক্ষা করা হয়। এসময় দেখা যায়, ডা. পার্থ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন। তার চিকিৎসার কোনো অনুমতি নেই। তাই তার চিকিৎসা ক্যাম্প বাতিল এবং রোগী দেখতে নিষেধ করা হয়েছে। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়াই ভারতের চিকিৎসক এনে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিচ্ছে এনএইচ ইনফরমেশন সেন্টার। এই অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

http://dainikazadi.org/details2.php?news_id=2645&table=august2014&date=2014-08-23&page_id=4&view=0&instant_status=

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257496
২৩ আগস্ট ২০১৪ রাত ০৯:০৯
আবু সাইফ লিখেছেন : যাক, অন্ততঃ ত্বরিত একশনের জন্য একটা ধন্যবাদ দেয়া যায় এনএসআইকে

যদিও পরে হয়তো অন্যরকম হয়ে যেতে পারে

ধন্যবাদ ও জাযআ আপনারও প্রাপ্য বটে!!
জাযাকাল্লাহ..
২৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৭
201213
আতিক খান লিখেছেন : সহমত, ধন্যবাদ ওদের ও প্রাপ্য। Applause তবে এই ধরনের বিজ্ঞাপন এবং চিকিৎসা গত কয় বছর ধরেই চলছিল এবং সবার চোখের সামনেই। Surprised এটা সব সম্ভবের দেশ। আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর Good Luck Good Luck
257512
২৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৯
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগলো।ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৭
201214
আতিক খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই, ভালো থাকেন। Happy Good Luck Good Luck
257543
২৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৭
আহ জীবন লিখেছেন : সাধারন মানুষ কিভাবে বুঝবে? প্রতারিত হওয়া মানুষদের টাকা কি ফেরত দেওয়া হয়েছে?


বাংলাদেশির পাছা বাংলাদেশিই মারে।
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:৪০
201323
আতিক খান লিখেছেন : ভাল প্রশ্ন করেছেন। বাংলাদেশঁ প্রতারিত হওয়া মানুষরা কি কখনো টাকা ফেরত পায়? :Thinking শেয়ারবাজার, ইউনিপে, ডেস্টিনি, যুবক সহ অন্যগুলোর কথা মনে করুন। আর আমরা আমাদের শ্ত্রু এটা বর্তমান বাস্তবতায় বেদবাক্য। অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
257553
২৪ আগস্ট ২০১৪ রাত ১২:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চিকিৎসক ভারতের শুনে লাফালাফি কেন? আমাদের দেশের চিকিৎসকরা কি অশিক্ষিত? আমার মতে আমাদের বিদেশ প্রেম একটু কমানো উচিৎ। দেশের চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধির কাজ।
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৭
201279
মাহফুজ আহমেদ লিখেছেন : সত্যই বলছেন বিদেশী নাম শুনলে আমাদের হুশ থাকেনা!!আমাদের বিদেশ প্রীতি কম থাকা উচিৎ।
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৩
201327
আতিক খান লিখেছেন : ভারত মানেই যে উন্নত চিকিৎসা নয়, এটা আমরা বুঝতে অক্ষম। হুম, ভারতে আমাদের চেয়ে ভাল চিকিৎসা আছে, কিন্তু সাথে অনেক অনুন্নত আর প্রতারক ডাক্তার ও আছে। ভাল বুদ্ধি দিয়েছেন,Applause কিন্তু দিনরাত ভারতীয় সিরিয়ালখোর মানুষ কি সেটা শুনবে? :Thinking :Thinking অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৮
201437
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভারতীয় সিরিয়াল যারা দেখে তারা কুটনামি শেখে, পরকীয়া শেখে, ত্যাগ করা উচিত।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১০
201501
আতিক খান লিখেছেন : সহমত Applause Applause ধন্যবাদ Good Luck Good Luck
257627
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৩
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর একটি লেখার জন্য। আসলে আমাদের মন-মানসিকতায় যতদিন 'বিদেশী' বা 'বাহিরের' টা-ই ভালো- এক এবং একমাত্র বিকল্প হয়ে থাকবে; ততোদিন এই প্রতারক চক্র আমাদেরকে এভাবে প্রতারিত করার চেষ্টাই করে যাবে। পথ তো আমরাই উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের দেশে কি ভালো মানের ডাক্তার তৈরী হচ্ছে না? হয়তো স্পেশিয়ালিস্ট এর সংখ্যা অপ্রতুল। কি করা যায় সবার একটু ভাবা উচিত। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো। Rose Rose Rose Good Luck
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৯
201333
আতিক খান লিখেছেন : শুধু বাংলাদেশি প্রতারকদের দোষ দিব না, আমাদের সিস্টেমের ও দোষ আছে। বিশেষজ্ঞ ডাক্তারদের সিরিয়াল পাওয়া অনেক কঠিন। Rolling Eyes Rolling Eyes আর কিছু ঘটনা মানুষের মনে নেগেটিভ প্রভাব ফেলেছে। নিজেদের ও শুধরে নিতে হবে। অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
257630
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪২
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:৫১
201334
আতিক খান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। Happy Good Luck Good Luck
257695
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
হতভাগা লিখেছেন : শুধু ডাক্তার কেন , অনেক বিদেশী ( বিশেষ করে ভারতীয়রা) বাংলাদেশে চাকরি করে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে অনেক বড় অংকের স্যালারীতে । তাদেরকে কি দেখে না এন.বি.আর. ?

বাংলাদেশীদের কি এমন সহজ সুযোগে কোন দেশ চাকরী দেয় ?

বিদেশী বলেই গদ গদ হয়ে যেতে নেই ।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১২
201502
আতিক খান লিখেছেন : এটা একটু ভিন্ন প্রসঙ্গ। সরকার চুপ হয়ে আছে বা সুযোগ দিচ্ছে। ফ্রি ট্রানজিট দিচ্ছে। ভারতের ৫ম সর্বচ্চ রেমিটেন্স আসে বাংলাদেশ হতে। সবখানে ইন্ডিয়ানরা জাঁকিয়ে বসছে Surprised Crying ধন্যবাদ ভাই। Good Luck Good Luck
257731
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৮
মামুন লিখেছেন : এই সিস্টেমের গলদ শোধরানোর ব্যাপারে তোমার মতামত নিয়ে নান্দনিক লেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো। Rose Rose Good Luck
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
201503
আতিক খান লিখেছেন : ইনশাল্লাহ, কোন এক সময়। তবে ডাক্তাররা চাইলে চাপ দিয়ে কিছু করতে পারে। ধন্যবাদ। Good Luck Good Luck
257770
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৭
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
201504
আতিক খান লিখেছেন : জাযাকাল্লাহ খাইর Happy অনেক ধন্যবাদ Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File