সাড়ে তিন হাত ঘরের এপার্টমেন্ট

লিখেছেন লিখেছেন আতিক খান ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩১:৫১ রাত



মসজিদ হতে বেরিয়ে হাঁটছি। পিছন হতে একজন ভদ্রলোককে পরিচিত মনে হল। একটু দ্রুত পা চালিয়ে ধরলাম।

- শরিফ ভাই, আস সালাম ওয়ালাইকুম। আমাদের পাড়ায় কবে আসছেন? আপনার ফ্ল্যাট তো মনে হয় রেডি। অনেক ইনটেরিওর এর কাজ ও হয়েছে মনে হয়।

অনেক কষ্ট করে হাসলেন। ভদ্রলোক দুবাইয়ে ব্যবসা করেন।৫৫-৫৬ হবে বয়স। দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন।

- ফ্ল্যাট রেডি হয়েছে ২ মাস আগে। এই ফ্ল্যাটে উঠা আর না উঠা এখন এক কথা আমার জন্য।

- কেন ভাইয়া, কোন সমস্যা?

- জানো, প্রায় ১০ বছর ধরে টাকা জমিয়েছিলাম এই ফ্ল্যাটটার জন্য। এরপর ৩ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই এপার্টমেন্ট। ২ মাস ধরে ১৭ লাখ টাকার ইনটেরিওর, ৩ টা এসি, সেগুন কাঠের সব আলমিরা আর লেকার করা কিচেন কেবিনেট। এখন সব আগ্রহ হারিয়ে ফেলেছি।

- বুঝলাম না।

- আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, অন্যটা ১৫ ভাগ কাজ করছে। ডায়ালিসিস করে চলছি। বড়জোর ৬ থেকে ১২ মাস হয়ত চলবে এভাবে.........।

- এত শখ করে বানালেন যখন উঠে আসেন, চিকিৎসা চলুক.........।

- ভাই, অবাক হয়ে ভাবি এই ঘরটার জন্য জীবন দিয়ে দিলাম। কয়মাস পরেই যে ঘরে যাব তার জন্য কিছুই ভাবি নাই। কোন সঞ্চয় নাই। ভেবেছিলাম অন্তত ৭০-৮০ বছর বাঁচব। নাতি নাতনিদের সাথে খেলব। একটা ছোট্ট ঘরে গিয়ে কয়'শ কিংবা হাজার বছর শুয়ে থাকতে হবে তার কোন ইনটেরিওর করলাম না। এসি লাগালাম না। এখন হাতে সময় নাই। মাফ চেয়ে কুল পাচ্ছি না। অল্পতেই চোখে পানি আসে।

একটা সময় একদম আসত না। আসি, আমার জন্য দোয়া করিও।

উনার কথা শুনে একটা হার্টবিট মিস করলাম। আমাদের সাথেও কি অদ্ভুত মিল!!

বিষয়: বিবিধ

১৪৭৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339829
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মর্মস্পর্শি শিক্ষনিয় কাহিনিটির জন্য ধন্যবাদ।
আমরা যে বিষয়টা সবসময় ভুলে যাই যে মৃত্য অপেক্ষায় আছে।
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৮
281249
আতিক খান লিখেছেন : প্রতিদিন, প্রতিমুহূর্তে মৃত্যুকে স্মরণ করা দরকার। নাহলে আমাদের পথ বিচ্যুতি ঘটে। ধন্যবাদ আপনাকে।
339835
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৪
এ,এস,ওসমান লিখেছেন : কবর!!!

আল্লাহ মুমিন না করে আমাদের কবরে নিও না।

আমিন
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০০
281250
আতিক খান লিখেছেন : আল্লাহ মুমিন না করে আমাদের কবরে নিও না। Applause
339863
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই মাঝে মাঝে এরকম ভেবে নিজেও পেরেশান হয়ে যাই।
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০০
281251
আতিক খান লিখেছেন : রঙ্গিন দুনিয়া। পেরেশান হই, আবার ভুলে যাই :Thinking
339870
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৩৯
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম। খুব, খুব শিক্ষনীয় পোস্ট, হৃদয়ের গভীরে আলোড়ন তুলে যায় ছোট্ট এই পোস্টটি। মহান আল্লাহর নিকট আমাদের নেক আমল ও তাকওয়ার জন্য প্রার্থনা করি, যাতে পরকালের সম্বল জোগাড়ে সব গাফলতি দূর করে দিয়ে মনোযোগ দিতে পারি।
মডু মামাদের নিকট আবেদন পোস্টটি স্টিকি করুন, অনেকের হৃদয়ে দোলা দিয়ে যাবে পোস্টটি।
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৬
281252
আতিক খান লিখেছেন : মহান আল্লাহর নিকট আমাদের নেক আমল ও তাকওয়ার জন্য প্রার্থনা করি, যাতে পরকালের সম্বল জোগাড়ে সব গাফলতি দূর করে দিয়ে মনোযোগ দিতে পারি।
ভাল বলেছেন, ধন্যবাদ হাসেম ভাই। Good Luck
339871
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৪২
ইবনে হাসেম লিখেছেন : "ভাই, অবাক হয়ে ভাবি এই ঘরটার জন্য জীবন দিয়ে দিলাম। কয়মাস পরেই যে ঘরে যাব তার জন্য কিছুই ভাবি নাই। কোন সঞ্চয় নাই। ভেবেছিলাম অন্তত ৭০-৮০ বছর বাঁচব। নাতি নাতনিদের সাথে খেলব। একটা ছোট্ট ঘরে গিয়ে কয়'শ কিংবা হাজার বছর শুয়ে থাকতে হবে তার কোন ইনটেরিওর করলাম না। এসি লাগালাম না। এখন হাতে সময় নাই। মাফ চেয়ে কুল পাচ্ছি না। অল্পতেই চোখে পানি আসে।"
শরীফ সাহেবের এই বোধদ্বয় যাতে আমাদের সময় থাকতেই আসে, মহান প্রভূ তুমি আমাদের প্রতি রহম করো।
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৮
281254
আতিক খান লিখেছেন : হে আল্লাহ, আমাদের হেদায়েত দান করুন। পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করুন। আমিন।
339878
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২১
আওণ রাহ'বার লিখেছেন : হামমমমম খুব চিন্তার বিষয়!
তবে এই ব্যাটা ঘড়টার একটা অংশ দ্বীনি কাজে ব্যাবহার করলে বহুত ফায়দা হপে.....
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৯
281261
আতিক খান লিখেছেন : আওন, আমি দুঃখিত। অনেকদিন পর ব্লগে এসে ভুল বাটন চিপায় তোমার আগের কমেন্ট ডিলিট হয়ে গেল। ওইটার উত্তর আগে দিচ্ছি - বিদেশে ছিলাম কয় মাস। এরপর আর লেখা হয়নি ব্লগে। তবে ফেসবুকে লিখছি। ব্লগে একটা ব্যাপার মনে হয়, কেউ কাউকে চিনি না। এই যেমন তোমার সাথে মঙ্গল গ্রহে দেখা হয়ে গেলেও জানব না, ওইটা তুমি ;Winking ;Winking সবাই নিক দিয়ে আর ছদ্ম ছবিতে লিখে। এর সমাধান কি? মামুন ভাই কোথাও নেই। সব ডি একটিভেট করা। ভাবির সাথে ঝগড়া হয়েছে মনে হয় Tongue Surprised
ভাল উপদেশ, সদকায় জারিয়া করতে পারে। তবে ওর ছেলে মেয়েদের অনুমতি লাগবে।
339911
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৬
আওণ রাহ'বার লিখেছেন : কিপ্টা আপনি তবে আপনার খবর আছে আমার খাই খাই ছাড়বোনা!
ভাইয়া সম্ভব হলে আপনার ফেবু আইডিটা দেনTongue Tongue
০৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫০
281273
আতিক খান লিখেছেন : atique.khan.9

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File