Good Luck Good Luck Good Luck ধন্যবাদ ফরহাদ মজহার Good Luck Good Luck Good Luck

লিখেছেন লিখেছেন ব্যতিক্রম বলছি ১৮ এপ্রিল, ২০১৪, ০৬:০৪:২৮ সন্ধ্যা



ফরহাদ মজহার গোড়ায় হাত দেয়ায় এবং তার চাপেই এবি সিদ্দিকিকে ফেরত দিতে বাধ্য হলেন অপহরণকারি ওরফে বাংলাদেশ সরকার এবং 'র' এর যৌথ কমান্ড ।



.

.

.

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ তুলে নিয়ে গেছে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী, কলামিস্ট, কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার।

এমনই আশঙ্কা করে আরো বলছিলেন-

ফরহাদ মজহার বলেন, ‘বিমানবন্দরে ‘র’ অভিযান চালায়, এর চেয়ে ভীতির আর কি আছে? সরকারের অজ্ঞাতে দেশের এমন একটি গুরুত্বপূর্ণ স্থান থেকে একজনকে উঠিয়ে নেয়া হলো। আমার আশঙ্কা হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককেও ‘র’ তুলে নিতে থাকতে পারে।’

নারী সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘এখন আপনারাই চিন্তা করে দেখুন- এই সরকারের কাছে আপনার স্বামী, সন্তান নিরাপদ কিনা!’

এই রাজনীতিক ভাষ্যকার আরও বলেন, ‘আমরা অদ্ভুত এক দেশে বাস করছি, যেখানে বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যরা যা ইচ্ছে তা করতে পারছে। স্বাধীন দেশে এটা চলতে পারে না। কেউ এখানে নিরাপদ নয়।’

তিনি বলেন, ‘লুটপাট ছাড়া কিছুই এই সরকার দিতে পারবে না। সবকিছু লুট করে পরিত্যক্ত আবর্জনার মতো এরা এক সময় বাংলাদেশের ছুড়ে ফেলে দেবে।’

ফরহাদ মজহার বলেন, ‘দেশটা এমনই অদ্ভুত যে, ফ্যাসিস্ট সরকারের একশ্রেণীর সন্ত্রাসী লোক সাংবাদিক পরিচয়ে আমাকে তুলে নিতে দীর্ঘসময় আমার বাসায় অপেক্ষা করেছে।’

তিনি বলেন, ‘যারা বর্তমান সরকারকে সমর্থন করছেন, তাদের পরিবারের কেউ-ই নিরাপদ নয়। আওয়ামী লীগ নামের সরকারটি জন্ম থেকেই ফ্যাসিস্ট। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। হিটলার ও মুসোলিনীর ফ্যাসিজম থেকেও ভয়ঙ্কর আওয়ামী লীগের ফ্যাসিজম।’

বিষয়: বিবিধ

১৪১৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209555
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
নব দিগন্ত লিখেছেন : হিটলার ও মুসোলিনীর ফ্যাসিজম থেকেও ভয়ঙ্কর আওয়ামী লীগের ফ্যাসিজম।’
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:২৮
158183
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
209557
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফরহাদ মজহার অপশক্তির জন্য বাঘের ভূমিকায় রয়েছেন এগিয়ে চল বাঘ তোমায় দেখে ওরা ভয় পাবেই পাবে
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:২৯
158184
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
209559
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২১
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো। আওয়ামীলীগ কোনদিনও দেশের কল্যাণ চায়নি তারা শুধূ দান্দার তালেই তাকে। দেশপ্রেম ঈমানদারের কাজ। আওয়ামীলীগ মানেই বেঈমানী। ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:২৯
158185
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
209561
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঐ দলটি দেশের জন্য বিষ ফোঁড়া।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:২৯
158186
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
209567
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
শেখের পোলা লিখেছেন : ফরহাদ মাজহারের মিছিল যত লম্ব হবে ততই ভাল৷ দেরীতে হলেও একে একে জনগনের আসল চেতনা ফিরে আসছে যাতে ব্যবসায়ী চেতনার কবর হবে৷ ধন্যবাদ৷
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
158187
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
209571
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশের মানুষের জন্য অপেক্ষা করছে কঠোর সময়। ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
158188
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
209581
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : লুঙ্গি মাজহার কি কৈলো না কৈলো আর তাদের সরকার তাকে ছেড়ে দিলো। এই আবালীয় যুক্তির কোনো মানে হয় না।
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:১১
158130
মুিজব িবন আদম লিখেছেন : ভারতের দালালীর ফলে তোমার দেহ, হৃদয়, মন সবকিছু পচে গেছে। এর পারনাম কী?
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩২
158189
ব্যতিক্রম বলছি লিখেছেন : মুজিব বিন আদম ভাইয়া র কণ্ঠে আমিও বলতে চাই-
ভারতের দালালীর ফলে তোমার দেহ, হৃদয়, মন সবকিছু পচে গেছে। এর পরিণাম কী?
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৩
158191
ব্যতিক্রম বলছি লিখেছেন : মুজিব বিন আদম ভাইয়াকে ধন্যবাদ।Good Luck Good Luck
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৯
158371
স্বপন২ লিখেছেন : @তোমার হৃদয় জুড়ে, আমি খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৪
158432
ব্যতিক্রম বলছি লিখেছেন : আপনি সিওর ভাইয়া ?
209582
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
এহসান সাবরী লিখেছেন : ধন্যবাদ ফরহাদ মজহার
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৫
158193
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
209597
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
শিশির ভেজা ভোর লিখেছেন : এক সময়কার বাম রাজনীতির ধারক বাহক আর ডান ও দক্ষিণ পন্থি হয়ে দেশও জাতির বিরুদ্ধে কলম ধরেছে।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৪
158192
ব্যতিক্রম বলছি লিখেছেন : ???????????????
১০
209610
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন :
সবকিছু লুট করে পরিত্যক্ত আবর্জনার মতো এরা এক সময় বাংলাদেশের ছুড়ে ফেলে দেবে।’

সত্য বীরপুরুষেরাই বলতে পারে আর এই বীরপুরুষদের একজন ফরহাদ মাজহার.... ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৫
158194
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
১১
209632
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৪
সন্ধাতারা লিখেছেন : ফরহাদ সাহেব জাতির বিবেক আমাদের গর্ব। তাঁকে দেখে নিশ্চয়ই সধারন মানুষ অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসবে। অনেক ভালো লাগলো।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৬
158195
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
১২
209655
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৬
মুিজব িবন আদম লিখেছেন : এদেশের স্বধীনতা ও সার্বভৌমত্ব রাখতে হলে দেশে অনেক বেশী ফরহাদ মাজহার এর মত মানুষ প্রয়োজন।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৬
158196
ব্যতিক্রম বলছি লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া ।Good Luck Good Luck Good Luck
১৩
209657
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৯
গণ_অভ্যুত্থানের অগ্নিবীণা লিখেছেন : ফরহাদ মজহারকে সালাম
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৭
158197
ব্যতিক্রম বলছি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৪
209888
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৩
আল সাঈদ লিখেছেন : লাল সালাম ফরহাদ মজহার।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৫
158433
ব্যতিক্রম বলছি লিখেছেন : ঐটা কিরকম ভাইয়া ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File