মানুষতো পশু নয়

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২৬ জুলাই, ২০১৪, ১১:০৬:৫৬ সকাল



মানুষতো পশু নয় কিংবা নয় লাগামহীন

লক্ষ্যহীন নয়তো মোটেও আহা জীবনটা তার

মানুষতো পশু নয়, নয় কোনো চির উদাসীন

জন্মমৃত্যুর কঠিন শিকলেই বন্দী আল্লাহর।



মানুষতো পশু নয়, নয়তো কোনো বন্য অজ্ঞান

হীনাচার-পশ্বাচার তো মজ্জাগত স্বভাব নয়

সেরাসৃষ্টির সেরাজীব সে সুতীক্ষ্ণ বিবেকবান

তবু কেনো বুঝিনা লালসা-ফেসাদবন্দী সে হয়?



মানুষতো পশু নয় অনিন্দ্য এক মাখলুকাত

জগতটা অধীন তার নিজেও সে খোদার দাস

দায়িত্বহীন নয় সে মোটে চির খলিফার জাত

মানুষের হোক সে গোলাম কোথা সেই অবকাশ?

নিজেও তো সে নিজের নয় বিধাতার আমানাত

সরাইখানায় তার শুধু ক্ষনিকের বসবাস।।

বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248357
২৬ জুলাই ২০১৪ দুপুর ০২:১৫
সন্ধাতারা লিখেছেন : Jajakalla for your feelings. Eid Mubarak
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
192895
শাহ আলম বাদশা লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
248389
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ নিজেই নিজেকে পশুতে পরিনিত করে।
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
192896
শাহ আলম বাদশা লিখেছেন : এই রোজায় যদি পশুত্ব থেকে মুক্তি না পাই তবে আ,অরা দুর্ভাগাই Good Luck Good Luck
248502
২৬ জুলাই ২০১৪ রাত ০৯:১১
নূর আল আমিন লিখেছেন : || অসাধারন লিখছেন
ভাই
২৬ জুলাই ২০১৪ রাত ০৯:১৭
192965
শাহ আলম বাদশা লিখেছেন : ভাল্লাগায় অনেক শুভেচ্ছা Good Luck Good Luck
248505
২৬ জুলাই ২০১৪ রাত ০৯:২৪
বাজলবী লিখেছেন : ভালো লাগলো।জাযাকাল্লাহ খাইর।
২৬ জুলাই ২০১৪ রাত ০৯:৪৭
192969
শাহ আলম বাদশা লিখেছেন : ভাল্লাগায় আল্লাহর শুকুর Good Luck Good Luck Good Luck
250286
০৩ আগস্ট ২০১৪ রাত ১২:০৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মানুষ পশু নয়- এক্কেবারে হাঁচা কেথা কইচেন। মাগার যদি পাশবিকতা মানুষের বিত্রে স্থান করে নিতে পারলে তখন মানুষই হয়ে যায় দুনিয়ার নিকৃষ্টতম হিংস্র পশুর চেয়েও অধম, দূর্ত।
০৩ আগস্ট ২০১৪ সকাল ১১:২৮
194584
শাহ আলম বাদশা লিখেছেন : সেই পশুরে আবার তাড়াবার লাইগা আছে নামাজ-রোজা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File