কুরানের একটি মজার আয়াতঃ

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪৮:৫২ সকাল



১إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ۗ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُون‎(‎‎৬৩/১)‎

অর্থঃ "মুনাফিকরা যখন আপনার নিকট আসে, তারা বলে, ' আমরা স্বাক্ষ দিচ্ছি, নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল।' আল্লাহও জানেন আপনি অবশ্যই তার রসুল। আল্লাহ স্বাক্ষ দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদি।"

মজার ব্যাপার হল মুনাফিকরা যা বলছে আল্লাহও তাই বলছেন। তাহলে একই কথার উপর একজন সত্যবাদী আরেকজন মিথ্যাবাদী হয় কি করে ?

ঘটনা কি? কি বুঝলেন?

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File