ভুল ভাঙ্গার আওয়াজে তুমি জাগবে
লিখেছেন লিখেছেন বিন হারুন ১১ মার্চ, ২০১৪, ১০:১৪:৩৭ রাত
নদী ধারের কাঁশফুল গুলো
যেন হাত নেড়ে বলছে
"কাছে এসো প্রিয়!
আমরা কাউকে পর করি না,
আঘাত করি না, কারো হৃদয়ে.
ভালবেসে যাই সকলকে সমভাবে."
আমি কিছু বলিনি তাদের
তবে আমার হৃদয় বলেছে,
কি বলেছে জান?
"না আমি আসব না
তোমাদের ভালবাসা গ্রহণ করতে,
তোমাদের ভালবাসা সবার জন্য
শুধু আমার জন্য কিছু নেই,
তোমরা হাসতে পার
পার না অভিমান করতে,
আমি আমার প্রিয়ার
হাসিকে যেমন ভালবাসি
ভালবাসি তার অভিমানি মুখ,
তার অভিমান ভাঙলে
সে ফিরে আসবেই
ভালবাসবে আগের মতোই
ঘুচায়ে সব দুখ."
অভিমান ভাঙলে তুমি
ফিরে আসবে
তুমি জাগবে ভুল ভাঙ্গার আওয়াজে
আবার থাকবে আমার কাছা-কাছি
সেই প্রতীক্ষায় আছি.
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আঘাত করি না, কারো হৃদয়ে.
ভালবেসে যাই সকলকে সমভাবে."
অপূর্ব চমৎকার লিখেছেন চালিয়ে যান।ে
যেন হাত নেড়ে বলছে
"কাছে এসো প্রিয়!
আমরা কাউকে পর করি না,
আঘাত করি না, কারো হৃদয়ে.
ভালবেসে যাই সকলকে সমভাবে."
...অভিমানী প্রিয়াকে ফিরে পাওয়ার আহব্বান সত্যিই চমৎকার। বাতাসের সাথে বাকহীন প্রকৃতির নির্মল রঙ্গের সাদা কাশফুলের লুকোচুরির সাথে প্রিয়ার অভিমানের তুলনা কবিরাই পারে।
কল্পলোকে তিলকে তাল করে শব্দের প্রতিধ্বনিতে প্রিয়াকে ফিরে পাওয়ার আকুতি অতুলনীয়।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন