[নির্মম বাস্তবতার গল্প ।মিস করবেন না ।] . . . . . দায়ভার . . . . .

লিখেছেন লিখেছেন মুশির কাব্যের ফুল ০৩ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৪:১৮ সকাল

শীতের রাত,কুয়াশার চাদরে ঢেকে আছে চারিদিক । রুমা পালিয়ে গেছে অনেক্ষণ হল , রুমার মা অস্থিরভাবে পায়চারি করছেন শুধু কি করবেন যেন বুঝতেই পারছেন না ।

তিন ভাইয়ের এই একটাই বোন রুমা .ছোট থেকেই ভীষণ আদরের ছিল ,কিন্তু আট বছর বয়সে ভয়ংকর এক জ্বরে মানসিক ভারসাম্য হারিয়ে এখন সে সবার কাছে রুমা পাগলি নামেই পরিচিত !

চিকিত্‍সাও কম হয়নি খুব একটা । তবে অশিক্ষিত পরিবারে জন্ম হওয়ায় জ্বিনে ধরেছে মনে করে ঝাড়ু পেটাই খেতে হয়েছে বেশি রুমার !

এতে ভাল তো হয়নি মাথাটা আরো বিগড়ে গেছে যেন ! শীত আসলে পাগলামি বেড়ে যায় ।

রুমার মা দৌঁড়ে গিয়ে ছেলেরাজুকে ডেকে তুলেন "রাজু রুমাতো পালিয়ে গেছে ! কোথায় গেল একটু দেখনা বাপ!"

রাজুর চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে উঠে,বলে"পালাতে দিলে কেন তুমি?আমি এখন কোথায় খুঁজবো তাকে ?"

-আমার সাথেই তো ঘুমিয়েছে ,কখন যে উঠে গেল টেরই পেলামনা ।

রাজু পাশের বাড়ি থেকে রনিকে ডেকে তুলে খুঁজতে থাকে ?কিন্তু কোথাও পায়না!

ওরা যখন রুমার খোঁজে ব্যস্ত রুমা তখন অনেক দুরে,রুমাকে নিয়ে তখন চলছে মানুষ রুপি হিংস্র হায়নাদের পাশবিকতার চরম উল্লাস !

রুমা বাড়ি থেকে বেরুতেই ওদের একজন রুমার পথ আগলে দাঁড়ায় .বলে রুমা বিয়ে করবি ?লাল শাড়ি পরবি ?চল তোকে বউ সাজিয়ে দিব !

- হি হি লাল শাড়ি ?কি মজা বউ সাজবো,লাল শাড়ি পরবো,রুমা খুশিতে হাত তালি দিতে থাকে !

শয়তানগুলো ওকে নিয়ে গিয়ে....!!

বেশ কিছুদিন হল রুমার হাবভাব ওর মায়ের কাছে খুবএকটা ভালো ঠেকেনা ।

রুমার শরীরে মাতৃত্বের লক্ষণ দেখে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে যেন ।কে তার এত বড় সর্বনাশ করলো ?

মানুষরুপি জানোয়ার গুলো কিভাবে পারলো একটা অসহায় মেয়ের ...আল্লাহ গো কি হবে এখন ?

রুমার মায়ের কান্নায় আকাশবাতাস ভারি হয়ে উঠে ।

কাঁদতে কাঁদতে রুমাকে নিয়ে বিচারে জন্য ছুটাছুটি করেন ।কিন্তু ভাল মেয়েরাই যেখানে বিচারপায় না সেখানে একটা পাগলিকতটা বিচারি বা পেতে পারে?

ওর মা ডাক্তারের কাছে ও নিয়ে যান মেয়েকে হাত পা বেঁধে ,ডাক্তার জানায় এখনবাচ্চা নষ্ট করা যাবেনা ।

ফের কাঁদতে কাঁদতে মেয়েকেনিয়ে বাড়ি ফিরেন তিনি,দিন দিন রুমার পাগলামিটাযেন বাড়তেই থাকে,সারাক্ষণ কেউ না কেউ পাহারায় থাকতে হয় ।

কিনা কি করে বসে মেয়েটা রাজ্যের চিন্তায় রাত জাগতে থাকেন মা ।

একদিন প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়েলে রুমা আস্তে করে ঘর থেকে বেরিয়ে দৌঁড়াতে থাকে ,রাততখন অনেক .চারিদিক নিস্তব্ধ !

কিছুদু র গিয়েই হোচড় খেয়েপড়ে যায় ও ।প্রচন্ড প্রসববেদনায় চটফট করতে থাকে রুমা । আবার উঠে দাঁডায়,সামনেই চোখে পড়ে পরিত্যাক্ত একটা ভাঙ্গা ঘর ।

হয়তো কোন কালে গরু ছাগল রাখা হতো ওখানে । ও ঘরটাতে কোন রকম ঢুকেই প্রচন্ড কষ্টে শুয়ে পড়ে ।

আশেপাশে জনমানবের চিহ্ন ওদেখা যায়না ।

পরদিন খুব ভোরে চারিদিকে কেমন জানি হৈচৈ শুনে রাজুমাকে ডেকে তুলে রুমাকে খুঁজতে থাকে ।

সারাবাড়ি খুঁজে কোথায় না পেয়ে দৌঁড়ে বেরিয়ে যায় ও । কিছুদুর যেতেই রনি সাথেদেখা ,রনি বলে "শুনেছিস রুমা কি করেছে ?"

"কি করছে ?" রাজু আর্তনাদকরে উঠে . ,

চলনা নিজেই দেখবি ,রনি রাজুর হাত ধরে টেনে নিয়ে যায় সেই পরিত্যক্ত ভাঙ্গাঘরটির পাশের পুকুরে ।

রাজুদেখে রুমার হাতে ছোট্ট একটা শিশু ! ও দুইহাতে শিশুটিকে অনবরত পানিতে ডুবাচ্ছে আবার তুলছে,শিশুটি যতই চিত্‍কার করছে রুমা ততই খিল খিল করে হাসছে !

আর সবাই কেমন হতভম্ব হয়ে তামাশা দেখছে !

রনি চিত্‍কার করে উঠে "কিকরছিস রুমা ?"

রুমা হি হি করে হেসে বলে"দেখছিস না গোসল করাচ্ছি? ওকে সাতার শিখাতে হবে না ?"

রনি রাজু দুজন মিলে জোর করে শিশুটিকে কেড়ে নেয়,ততক্ষণে প্রচন্ড ঠান্ডায় সাদা হয়ে গেছে শিশুটা । রাজু চোখে জল গড়িয়ে পড়ে ও তাকিয়ে থাকে শিশুটির দিকে !

কি অদ্ভুত সুন্দর মায়া কাড়া মুখ ! কিন্তু কি পরিচয় নিয়ে বড় হবে ও ?

একটু পরেই একবার মাত্র নড়ে উঠে শিশুটি পরপারে চলে যায় !

ওদের দায়ভার থেকে মুক্তি দেয় যেন ।রাজু শিশুটিকে বুকে জড়িয়ে প্রচন্ড কষ্টেঅপমানে কাঁদতেই থাকে ! কে থামাবে তার কান্না ?

বিষয়: বিবিধ

৩৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File