এইডারেনি নববর্ষ কয় !------ "মোরশেদা কাইয়ুমী"

লিখেছেন লিখেছেন মুশির কাব্যের ফুল ০২ ডিসেম্বর, ২০১৩, ০৯:২১:৫৬ সকাল

অমিত ,ফুটফুটে পিচ্চি দুরন্ত একটা ছেলে ।গ্রামে থাকে বলে দস্যিপনাটা খুব একটা কারো চোখে পড়েনা ।কারণ কোন এক জায়গা সে স্থির থাকতে পারেনা বেশিক্ষণ ।

কিছুদিন হলো ঢাকায় মামার বাসায় বেড়াতে এসেছে বাবা মায়ের সাথে ।একমাত্র ভাগ্নে বলে মামা ও অসম্ভব আদর করেন তাকে ।বাসায় বন্দি থাকতে তো সে অভ্যস্ত নয় ।তাই তার অস্থিরতা বেড়ে যায় ,এই হয়তো কিছুক্ষণ টিভি দেখছে,পরমূহুর্তেই দেখা যায় মামাতো ভাইয়ের সাথে মারামারি করছে,আবার দুজনই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে ।

তার দস্যিপনায় বাসার সবাই অতিষ্ঠ হলে ও কিচ্ছু করার নেই ।কারণ ওকে সবাই অনেক আদর করতো ।অনেক চেষ্টা তদবিরের পর তার জন্ম ।

অমিতের বাবা মা কিছুদিন থাকার জন্য আসলেও ছেলের যন্ত্রণায় চলেযাওয়ার সিদ্ধান্ত নিলেন ।কিন্তু অমিতের মামা সমির কিছুতেই যেতে দিতে রাজি হয়না ।তার অনেক ইচ্ছে সবাই একসাথে নববর্ষ উদযাপন করবে ।

নববর্ষের দিন খুব ভোরে উঠলো সবাই ।ছেলেরা লাল পান্জাবি পরলো।মেয়েরা বাসন্তি শাড়ি ।

রমনার বটমূলে গিয়ে অনেক মজা করলো ।অমিতের মুখে নকশা এঁকে নিলো ,সাথে ওর মামাতো ভাই বোন ঐশি ,সুজিত দুজনেই আঁকলো ।

অমিতদের গ্রামে প্রতি বছরই বিভিন্ন মেলা বসে ।তাই ওর কাছে এসব খুব একটা আকর্ষণীয় লাগছিলোনা ।সে ভেবেছিলো নববর্ষ মানে অন্য ধরণের কিছু হবে হয়তো ।

সবাইকে মাটির সানকিতে পান্তা ইলিশ খেতে দেখে ও অবাক হয়ে গেলো ।ওদের বাড়ি উপকুলের পাশে হওয়ায় ইলিশ প্রচুর পাওয়া যায় ।আর পান্তা ইলিশ প্রায়ই খাওয়া হয় ।

ও ভেবে পেলনা ওর মামা পান্তা ভাত এত দাম দিয়ে কিনছে কেন?পান্তা ভাত ও যে বিক্রি হয় তা তার কল্পনার ও বাইরে ছিলো ।

ও অবাক হয়ে জিজ্ঞেস করলো মামা এইখানে আইসা পান্তা কিনছো কেন?এইখানে বইসা কেন পান্তা খাইতাছে সবাই ?

ওর মামা কি আর বলবে ?এই দস্যিটাকে একটা বুঝালে ও হাজারটা প্রশ্ন করবে , তাই হেসে বলে আজ নববর্ষতো তাই ।

অমিত অবাক হয়ে বলে এইডারেনি নববর্ষ কয় ?এইডানি নববর্ষ ?

ওর কথা শুনে আসে পাশের সবাই হো হো করে হেসে উঠে ।আর বেচারা লজ্জায় মায়ের বুকে মুখ লুকায় ।

বিষয়: বিবিধ

১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File